ইতিহাস, দশম শ্রেণী

মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন-উত্তর

Admin

No Comments

দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা ইতিহাস পরীক্ষায় success পেতে মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় (সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা) থেকে এই গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্নগুলি তোমাদের অবশ্যই পড়তে হবে।

মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্নের মান : 1

কোন শতকে বাংলায় ‘নবজাগরণের শতক’ বলা হয় ?

উত্তর: উনিশ শতককে বাংলায় ‘নবজাগরণের শতক’ বলা হয়।

বাংলার নবজাগরণ ছিল_____ কেন্দ্রিক ?

উত্তর: বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহরকেন্দ্রিক।

উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যপ্তি সীমিত ছিল কেন ?

উত্তর: উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যপ্তি খুবই সীমিত ছিল কারণ-এই নবজাগরণ কেবলমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল

বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?

উত্তর: বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-বিশিষ্ট ব্রাহ্মণ নেতা ও সিটি কলেজের অধ্যক্ষ উমেশচন্দ্র দত্ত।

বামাবোধিনী পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয় ?

উত্তর: বামাবোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়-১৮৬৩ খ্রিস্টাব্দে।

বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি ?

উত্তর: বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র টি হল-দিগদর্শন।

বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি ?

উত্তর: বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র টি হল-সম্বাদ প্রভাকর।

হিন্দু পেট্রিয়ট পত্রিকা কবে প্রকাশিত হয় ?

উত্তর: হিন্দু পেট্রিয়ট পত্রিকা ১৮৫৩ খ্রিস্টাব্দের ৬ই জানুয়ারি থেকে প্রকাশিত হয়।

দৈনিক হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?

উত্তর: দৈনিক হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়।

হুতোম প্যাঁচার নকশা কে রচনা করেন ?

উত্তর: হুতোম প্যাঁচার নকশা রচনা করেন কালী প্রসন্ন সিংহ। এটি ছিল বাংলা ভাষায় লেখা প্রথম ব্যঙ্গ সাহিত্য।

হুতোম প্যাঁচা কার ছদ্মনাম ছিল ?

উত্তর: হুতোম প্যাঁচা ছদ্মনাম ছিল-কালীপ্রসন্ন সিংহের।

কোন প্রেক্ষাপটে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি রচনা করেন ?

উত্তর: নীল বিদ্রোহের পটভূমিকায় ১৮৬০ খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি রচনা করেন।

নীলদর্পণ নাটকটি কবে প্রকাশিত হয় ?

ঢাকায় ১৮৬০ খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি প্রথম প্রকাশিত হয় এবং এখানেই প্রথম অভিনীত হয়

নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে প্রকাশ করেন ?

নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করেন রেভা: জেমস লং। ইংরেজিতে অনুবাদটি করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত।

নীলদর্পণ নাটকটি প্রথম কোথায় ছাপা হয়েছিল ?

উত্তর: নীলদর্পণ নাটকটি প্রথম ছাপা হয়েছিল ঢাকায়।

লঙ সাহেবের জরিমানা ও কারাদণ্ড হয়েছিল কেন ?

উত্তর: রেভা:জেমস লঙ নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং তার জরিমানা ও কারাদণ্ড হয়েছিল।

গ্রামীন সংবাদপত্রের জনক ছিল কোন পত্রিকা ?

উত্তর: গ্রামবার্তা প্রকাশনী পত্রিকা।

গ্রামবার্তা পত্রিকা প্রথম কার সম্পাদনায় কবে প্রকাশিত হয় ?

উত্তর: গ্রামবার্তা পত্রিকা হরিনাথ মজুমদারের সম্পাদনায় ১৮৬৩ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে, মাসিক পত্রিকা হিসেবে প্রকাশ হয়।

গ্রামবার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয় ?

উত্তর: গ্রামবার্তা পত্রিকাটি কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে প্রকাশিত হত।

কাঙাল হরিনাথ ও ফিকিরচাঁদ বাউল নামে কে পরিচিত ছিলেন ?

উত্তর: গ্রামবার্তা পত্রিকার প্রথম সম্পাদক হরিনাথ মজুমদার কাঙ্গাল হরিনাথ ও ফিকিরচাঁদ বাউল নামে পরিচিত ছিলেন।

কলকাতা মাদ্রাসা কে, কবে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: ভারতে প্রাচ্য শিক্ষা বিস্তারের জন্য ওয়ারেন হেস্টিংস ১৭৮১ খ্রিস্টাব্দে কলকাতায় কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

এশিয়াটিক সোসাইটি কে, কবে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: স্যার উইলিয়াম জোন্স ১৭৮৪ খ্রিস্টাব্দে প্রাচ্য শিক্ষা চর্চার উদ্দেশে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।

হ্যালহেড হেলহেড তার বাংলা ব্যাকরণ বইটি কেন রচনা করেন ?

উত্তর: ভারতবর্ষে ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখার জন্য।কারণ এ দেশে বাণিজ্য ও প্রশাসন চালানোর জন্য ইংরেজি কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল।

বারানসী সংস্কৃত কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: জোনাথান ডানকান ১৭৯২ খ্রিস্টাব্দে বারানসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন।

কবে, কার উদ্যোগে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় ?

উত্তর: ১৮০০ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলির এর উদ্যোগে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল।

প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কাকে ?

উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়।

সাধারণ জনশিক্ষা কমিটি অর্থাৎ কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন কবে গঠন করা হয় ?

উত্তর: ১৮২৩ খ্রিস্টাব্দে কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন গঠন করা হয়েছিল। এর সভাপতি নিযুক্ত হয়েছিলেন থমাস ব্যাবিংটন মেকলে।

কয়েকজন প্রাচ্যবাদীর নাম লেখ ?

উত্তর: উইলিয়াম জোন্স, উইলসন, কোলব্রোক, প্রিন্সেপ প্রমুখ।

কয়েকজন পাশ্চাত্যবাদীর নাম লেখ ?

উত্তর: টমাস ব্যাবিংটন মেকলে, রাজা রামমোহন রায়, আলেকজান্ডার ড্রাফ প্রমুখ।

রামমোহনের স্মারকলিপি কি ?

উত্তর ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে রামমোহন রায় ১৮২৩ লর্ড আমহাস্ট একটি চিঠি লিখেছিলেন। এই চিঠি রামমোহনের স্মারকলিপি নামে পরিচিত।

জেনারেল এসেম্বলিজ ইনস্টিটিউশন কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৮৩০ খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান নাম-স্কটিশ চার্চ কলেজ।

মেকলে মিনিট কবে প্রকাশিত হয়?

উত্তর: ১৮৩৫ খ্রিস্টাব্দে মেকলে মিনিট প্রকাশিত হয়।

ভারতের শিক্ষা ক্ষেত্রে ‘চুঁইয়ে পড়া নীতির’ প্রবর্তন করেন কে ?

উত্তর: মেকলে

কাউন্সিল অফ এডুকেশন কবে গঠিত হয় ?

উত্তর: ১৮৪২ খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়।

ঔঅপনিবেশিক শাসনকালে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা স্বীকৃতি কে দেন ?

উত্তর: ১৮৪৪ খ্রিস্টাব্দে হার্ডিঞ্জ ইংরেজিকে সরকারি ভাষা স্বীকৃতি দেন।

বোর্ড অফ কন্ট্রোল কবে গঠিত হয় ?

উত্তর: ১৮৫৪ খ্রিস্টাব্দে চার্লস উডের সভাপতিতে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়।

ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয় কাকে ?

উত্তর: উডের ডেসপ্যাচ কে।

ভারতের প্রথম কবে কোথায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: উডের ডেসপ্যাচ অনুসারে ১৮৫৭ খ্রিস্টাব্দে কলকাতা, মুম্বাই ও মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত।

কলকাতা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: লর্ড ক্যানিং।

কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৮৩৫ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। লর্ড বেন্টিঙ এর আমলে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?

উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার উইলিয়াম কোলভিল ।

প্রথম সরকারি শিক্ষা কমিশন কবে গঠিত হয় ?

উত্তর: ১৮৮২ খ্রিস্টাব্দে প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়। এই সময় ভাইসরয় ছিলেন লর্ড রিপন।

সরকারি শিক্ষা দপ্তর বা ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন কবে খোলা হয় ?

উত্তর: ১৮৫৫ খ্রিস্টাব্দে সরকারি শিক্ষা দপ্তর বা ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন কবে খোলা হয়।

অ্যাংলো হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: ১৮১৫ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় অ্যাংলো স্কুল কলেজ প্রতিষ্ঠা করে।

রামমোহন রায় লর্ড আমহাস্টরকে চিঠি লিখেছিলেন কেন ?

উত্তর: ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে চিঠি লিখেছিলেন।

‘স্ত্রী শিক্ষা বিষয়ক’ পুস্তকটি কে রচনা করেছিলেন ?

উত্তর: রাজা রামমোহন রায় নারী শিক্ষা বিস্তারের জন্য ১৮২২ খ্রিস্টাব্দে ‘স্ত্রী শিক্ষা বিষয়ক’ পুস্তক রচনা করেছিলেন।

‘স্ত্রী শিক্ষা বিধায়ক’ পুস্তকটি কে রচনা করেন ?

উত্তর: গৌরমোহন বিদ্যালঙ্কার ১৮২২ খ্রিস্টাব্দে পুস্তকটি রচনা করেন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন ?

উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন-স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক কে ছিলেন ?

উত্তর: আশুতোষ মুখোপাধ্যায়।

ভারতের প্রথম জাতীয় কলেজ কোনটি ?

উত্তর: হিন্দু মেট্রোপলিটন কলেজ।

ভারতীয় উপমহাদেশে প্রথম মহিলা বিদ্যালয় কোনটি

উত্তর: ১৮৪৯ খ্রিস্টাব্দে ড্রিঙ্কওয়াটার বেথুন প্রতিষ্ঠিত ‘নেটিভ ফিমেল স্কুল’ । যেটি বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত।

কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?

উত্তর: ডাঃ এম. জে ব্রামলে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় তথা বাঙালি উপাচার্য কে ছিলেন ?

উত্তর: স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বি. এ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয় ?

উত্তর: ১৮৫৮ সালে।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্নাতক কে ?

উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বসু প্রথম স্নাতক হন।

কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম মহিলা স্নাতক কে ?

উত্তর: ১৮৮৩ খ্রিস্টাব্দে প্রথম মহিলা স্নাতক হন কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে হন ?

উত্তর: দেলওয়ার হোসেন আহমেদ।

এশিয়ার প্রথম ডি. লিট কে ছিলেন ?

উত্তর: বেনীমাধব বড়ুয়া।

কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম আচার্য বা চ্যান্সেলার কে ছিলেন ?

উত্তর: লর্ড ক্যানিং।

আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: ১৮১৫ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়।

ব্রাহ্ম সভা কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: ১৮২৮ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। ১৮৩০ খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠানের নাম ব্রাহ্মসমাজ রাখা হয়।

ইতিহাস দ্বিতীয় অধ্যায়
ইতিহাস দ্বিতীয় অধ্যায়
রামমোহনের মৃত্যুর পর ব্রাহ্মসমাজের নেতৃত্ব ভার কে বহন করেন ?

উত্তর: রামমোহনের মৃত্যুর পর ১৮৩৩ খ্রিস্টাব্দ থেকে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে নেতৃত্ব ভাগ গ্রহন করেন। তিনি বিভিন্ন সংস্কার সাধন করে ব্রাহ্মসমাজের নতুন প্রাণের সঞ্চার করেন।

নববিধান কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: ১৮৮০ খ্রিস্টাব্দে কেশব চন্দ্র সেন ।

তিন আইন কি ?

উত্তর: ১৮৭২ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তিন আইন পাস করে। এই আইনের উদ্দেশ্য ছিল-বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কার গুলি নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ করা।

‘তুয়াফত-উল-মুয়াহিদ্দিন’ পুস্তকটি কে রচনা করেন ?

উত্তর: রাজা রামমোহন রায়।

সতীদাহ প্রথা কবে রদ হয় ?

উত্তর: ১৮২৯ খ্রিস্টাব্দে ৪ঠা ডিসেম্বর রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড বেন্টিঙ ১৭ নম্বর রেগুলেশন প্রণয়নের মাধ্যমে সতীদাহ প্রথা রোধ করেন।

নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন ?

উত্তর: হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। তিনি ‘নবজাগরণের ঝড়ের পাখি’ নামে পরিচিত।

নববঙ্গ আন্দোলনের মুখপাত্র কি ছিল ?

উত্তর: এথেনিয়াম।

উত্তর:

বিধবা বিবাহ আইন কবে পাস হয় ?

উত্তর: বিদ্যাসাগরের প্রচেষ্টায় ১৮৫৬ খ্রিস্টাব্দের ২৬ শে জুলাই লর্ড ক্যানিং ১৫ নম্বর রেগুলেশন দ্বারা বিধবা বিবাহ আইন পাস করে।

প্রথম বিধবা বিবাহ কে করেন ?

উত্তর: সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন ১৮৫৬ খ্রিস্টাব্দে ৭ই ডিসেম্বর প্রথম বিধবা বিবাহ করে। তিনি বর্ধমানের কালীমতি দেবীকে বিবাহ করেছিলেন।

‘সর্বধর্ম সমন্বয়ের আদর্শ’ কে প্রচার করেছিলেন ?

উত্তর: শ্রীরামকৃষ্ণ।

রামকৃষ্ণ মঠ ও মিশন কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: স্বামী বিবেকানন্দ ১৮৯৭ খ্রিস্টাবে ধর্ম প্রচারের জন্য রামকৃষ্ণ মঠ ও সামাজিক কাজের জন্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।

স্বামী বিবেকানন্দের ধর্ম কি প্রকৃতির ছিল ?

উত্তর: তার ধর্ম ছিল ‘মানুষ তৈরীর ধর্ম’ বা ‘Man -making religion’।

রেনেসাঁস শব্দটি কোন ভাষার শব্দ ?

উত্তর: ফরাসি ভাষর।

কোন শতকে বাংলার নবজাগরণের বছর বলা হয় ?

উত্তর: উনিশ শতকে।

বাংলার নবজাগরণ ছিল——–কেন্দ্রিক ?

উত্তর: কলকাতা শহর কেন্দ্রিক।

বাংলার নবজাগরণের ব্যপ্তি সীমিত ছিল কেন ?

উত্তর: কারণ-এই নবজাগরণ বাংলার প্রগতিশীল শিক্ষিত মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

বাউল গানের প্রবর্তক কে ?

উত্তর: লালন ফকির।

হালহেড রচিত ‘এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাংগুয়েজ বইটি ছাপা হয়েছিল কোথা থেকে ?

উত্তর: হুগলি থেকে।

বাংলার প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি ?

উত্তর: সংবাদ প্রভাকর।

হিন্দু মেট্রোপলিটন কলেজ (১৮৫৩ খ্রিস্টাব্দ) কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য কে জমি দান করেছিলেন ?

উত্তর: মতিলাল শীল।

কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৯১২ খ্রিস্টাব্দে।

বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক কে প্রকাশ করেন ?

উত্তর: গঙ্গা কিশোর ভট্টাচার্য।

মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তরগুলি দেখতে Click করুন এখানে।

তথ্যসূত্র

এই ব্লগের কাজ করতে bhuolshiksha এর সাহায্য নেওয়া হয়েছে।

আরো পড়ুনঃ

Sharing Is Caring:

Leave a Comment