ইতিহাস, দশম শ্রেণী

কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল

Admin

No Comments

১৯৩৪ খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেসের মধ্যে থেকেই সমাজতান্ত্রিক আদর্শ প্রচার ও বাস্তবায়নের লক্ষ্যে। তারা সমাজে সাম্য, ন্যায় পক্ষপাতী ছিল।

ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় নানা মতাদর্শের মানুষ জাতীয় কংগ্রেসের ছত্রছায়ায় এসে একত্রিত হয়েছিল। এই কংগ্রেসের ভিতর থেকেই কিছু নেতার মনে হয়, শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, সমাজে সাম্য, ন্যায় এবং অর্থনৈতিক মুক্তি আনা আরও জরুরি। এই ভাবনা থেকেই ১৯৩৪ সালে গঠিত হয় কংগ্রেস সমাজতন্ত্রী দল (CSP)।

এই দলের প্রতিষ্ঠাতারা ছিলেন মূলত সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী। জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্র দেব, রামমনোহর লোহিয়া প্রমুখ এই দলের প্রধান নেতা ছিলেন। তাঁরা কংগ্রেসের সদস্য হয়েও সমাজতন্ত্রের আদর্শে বিশ্বাস করতেন এবং সেই আদর্শ বাস্তবায়নের জন্য কংগ্রেসের ভিতরে থেকেই কাজ করতে চেয়েছিলেন।

CSP-এর মূল লক্ষ্য ছিল –

  • সমাজে ধনী ও গরিবের ব্যবধান কমানো,
  • কৃষক ও শ্রমিকদের অধিকার রক্ষা,
  • অর্থনৈতিক ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা।

Table of Contents

কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল ?

ভূমিকাঃ

বিংশ শতকের দ্বিতীয় দশক থেকেই জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে একটি বামপন্থী ও সমাজতন্ত্রী মনোভাবাপন্ন গোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটে। যার ফলশ্রুতিতে ১৯৩৪ খ্রিস্টাব্দের ২৩ শে অক্টোবর বোম্বাই এতে প্রতিষ্ঠিত হয় কংগ্রেস সমাজতন্ত্রী দল (Congress Socialist Party বা CSP)।এই দলের জন্মের পিছনে ছিল জাতীয় আন্দোলনের মধ্যে সমাজতান্ত্রিক চিন্তাভাবনা ও আদর্শ ছড়িয়ে দেওয়া এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা করা।

কংগ্রেসের মধ্যপন্থা নীতিতে অসন্তোসঃ

তৎকালীন জাতীয় কংগ্রেসের অনেক নেতা মনে করেছিল কংগ্রেস একটি বৃহৎ রাজনৈতিক দল হয়েও কেবলমাত্র মধ্যপন্থী ও উদারপন্থীদের মধ্যেই সীমাবদ্ধ। তারা সমাজের গরিব ও বঞ্চিত মানুষের জন্য বিশেষ কিছু করছে না। এছাড়া ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে যথেষ্ট কঠোর নয়। তাই সমাজতন্ত্রের মাধ্যমে প্রকৃত সামাজিক ন্যায় ও সাম্য গড়ে তুলতে আলাদা প্রতিষ্ঠান প্রয়োজন।

সমাজতন্ত্রের প্রতি আকর্ষণঃ

ইউরোপে সমাজতন্ত্র ও কমিউনিজমের উত্থান এবং রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব (১৯১৭) ভারতীয় তরুণ সমাজকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তাঁরা চাইতেন ভারতে একটি শোষণমুক্ত ও সমতাভিত্তিক সমাজ গড়ে উঠুক। এই ভাবনা থেকেই কংগ্রেস সমাজতন্ত্রী দল (CSP) গঠনের উদ্যোগ নেওয়া হয়।

কৃষক ও শ্রমিকদের স্বার্থ উপেক্ষাঃ

জাতীয় কংগ্রেস প্রথম থেকেই ভারতে কৃষক ও শ্রমিক আন্দোলন ও তাদের স্বার্থ সম্পর্কে উদাসীন ছিল। গান্ধীজীর স্বয়ং শ্রমিক আন্দোলনের বিরোধী ছিলেন। ফলে শ্রমিক ও কৃষকদের সংগঠিত করার জন্য কংগ্রেসের একাংশ সমাজতান্ত্রিক আদর্শের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েন।

কংগ্রেস সমাজতন্ত্রী দল
জয়প্রকাশ নারায়ণ

বামপন্থী গোষ্ঠীর প্রয়োজনীয়তাঃ

অনেক বামপন্থী নেতা, যেমন জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্র দেব, ডা. রামমনোহর লোহিয়া প্রমুখ, কংগ্রেসের ছায়াতলে থেকেই সমাজতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের জন্য একটি সংগঠিত গোষ্ঠী গঠনের প্রয়োজনে বিশ্বাসী ছিলেন।

গান্ধীবাদের বিকল্প চিন্তাঃ

কিছু নেতা মনে করতেন, গান্ধীর অহিংস পথ এবং গ্রামীন স্বরাজ ধারণা যথেষ্ট নয়। তাঁরা আরও কার্যকর ও প্রগতিশীল কর্মসূচি চান, যা সমাজতান্ত্রিক আদর্শে ভিত্তি করে গড়ে উঠবে।

উপসংহারঃ

কংগ্রেস সমাজতন্ত্রী দল ছিল কংগ্রেসের মধ্যেই একটি সমাজতান্ত্রিক চিন্তাধারার দল। এর নেতারা চেয়েছিলেন সমাজে ন্যায়, সাম্য ও শোষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে। এই দল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি একটি নতুন সমাজ গঠনের স্বপ্ন দেখেছিল।

একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও। সম্পূর্ণ উত্তর Click দেখতে করুন এখানে।

তথ্যসূত্রঃ

এই ব্লগের কাজ করতে সাহায্য Wikipedia এর নেওয়া হয়েছে।

কংগ্রেস সমাজতন্ত্রী দল থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরঃ

প্রশ্ন: কংগ্রেস সমাজতন্ত্রী দল (CSP) কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৯৩৪ খ্রিস্টাব্দের ২৩শে অক্টোবর বোম্বাই (বর্তমান মুম্বই)-এ কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়।

প্রশ্ন: কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন গঠিত হয়েছিল ?

উত্তর: রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি সমাজে সাম্য, ন্যায় এবং অর্থনৈতিক মুক্তি আনার উদ্দেশ্যেই CSP গঠিত হয়।

প্রশ্ন: CSP-এর প্রধান প্রতিষ্ঠাতা নেতারা কারা ছিলেন ?

উত্তর: জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্র দেব ও রামমনোহর লোহিয়া এই দলের প্রধান নেতা ছিলেন।

প্রশ্ন: CSP-এর মূল লক্ষ্য কী ছিল ?

উত্তর: সমাজে ধনী ও গরিবের ব্যবধান কমানো, কৃষক ও শ্রমিকদের অধিকার রক্ষা, এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা।

প্রশ্ন: জাতীয় কংগ্রেসের কোন বৈশিষ্ট্য CSP গঠনের পেছনে ভূমিকা রেখেছিল ?

উত্তর: জাতীয় কংগ্রেসের মধ্যপন্থী ও উদারনৈতিক নীতিতে অসন্তোষ ছিল CSP গঠনের অন্যতম কারণ।

প্রশ্ন: রুশ বিপ্লব CSP গঠনে কীভাবে প্রভাব ফেলেছিল ?

উত্তর: ১৯১৭ সালের রুশ বিপ্লব ভারতীয় তরুণদের সমাজতন্ত্রের প্রতি আকৃষ্ট করে, যা CSP গঠনে প্রেরণা জোগায়।

প্রশ্ন: কৃষক ও শ্রমিকদের স্বার্থে CSP কেন জরুরি হয়ে ওঠে ?

উত্তর: জাতীয় কংগ্রেস শ্রমিক ও কৃষকদের স্বার্থে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় CSP সেই দায়িত্ব নিতে চায়।

প্রশ্ন: গান্ধীবাদের কোন দিকটি CSP নেতাদের অপ্রতুল বলে মনে হয়েছিল ?

উত্তর: তাঁরা মনে করতেন গান্ধীর অহিংস নীতি ও গ্রামীণ স্বরাজ ধারণা যথেষ্ট নয়, আরও কার্যকর ও প্রগতিশীল কর্মসূচির প্রয়োজন।

প্রশ্ন: CSP কি কংগ্রেস থেকে আলাদা একটি দল ছিল ?

উত্তর: না, CSP ছিল কংগ্রেসের অন্তর্গত একটি সমাজতান্ত্রিক গোষ্ঠী, যারা কংগ্রেসের মধ্য থেকেই কাজ করত।

প্রশ্ন: CSP গঠনের পেছনে সামাজিক দৃষ্টিভঙ্গি কী ছিল ?

উত্তর: শোষণমুক্ত, সাম্যভিত্তিক ও ন্যায়সঙ্গত সমাজ গঠন করা ছিল CSP-এর সামাজিক লক্ষ্য।

আরো পড়ুনঃ

Sharing Is Caring:

Leave a Comment