দশম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় – ‘ইতিহাসের ধারণা’ থেকে কিছু গুরুত্বপূর্ণ MCQ ও SAQ প্রশ্ন উত্তর তৈরি করা হলো, যা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় খুব সহায়ক হবে।
প্রশ্নমান:1
- ইতিহাসের জনক হলেন – গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।
- ইংল্যান্ডের সামাজিক ইতিহাস চর্চার জনক ছিলেন – জি এম ট্রাভেলিয়ান।
- নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয় – ১৯৬০ থেকে ৭০ এর দশকে।
- নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক – ড. রনজিত গুহ (পর্ষদ টেস্ট পেপার 2022 )।
- অ্যানাল পত্রিকা গোষ্ঠীর উদ্ভব হয় – ফ্রান্সে।
- কার্ল মার্কস রচনা করেন – ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ এবং ‘ডাস ক্যাপিটাল’।
- হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন – জেমস মিল।
- কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্ভুক্ত হয় – বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে। (পর্ষদ নমুনা প্রশ্ন)
- বাংলার নমঃশূদ্র আন্দোলনের ইতিহাস হল – সামাজিক ইতিহাস চর্চার বিষ। (পর্ষদ নমুনা প্রশ্ন)
- পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা– মানাকালা, এর উৎপত্তি স্থল আফ্রিকা।
- ক্রিকেট খেলার উৎপত্তি– ইংল্যান্ডে।(পর্ষদ টেস্ট পেপার ২০২২)
- প্রথম ভারতীয় ওভার হেড বোলার ছিলেন– নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী।
- মোহনবাগান আইএফএ শিল্ড জয় লাভ করে– ১৯১১ খ্রিস্টাব্দে। (মাধ্যমিক 2019; ২০২২)
- হকির জাদুকর বলা হয় – ধ্যানচাঁদকে।
- ভারতে প্রথম রেলপথ প্রবর্তিত হয় – ১৮৫৩ খ্রিস্টাব্দে, লর্ড ডালহৌসির আমলে। (মাধ্যমিক ২০২৩)
- সরকারি মহাফেজ খানায় পাওয়া যায় – সরকারি আধিকারিকদের প্রতিবেদন। (পর্ষদ নমুনা প্রশ্ন)
- ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছে – পর্তুগিজদের কাছ থেকে ।(মাধ্যমিক ২০২০)
- প্রাক প্রণালী গ্রন্থের লেখক – বিপ্রদাস মুখোপাধ্যায়।
- ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত – পরিবেশের ইতিহাস চর্চার বিষয়। (পর্ষদ নমুনা প্রশ্ন)
- নতুন সামাজিক ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য হলো – নিম্নবর্গের ইতিহাস পর্যালোচনা ।
- নিম্নবর্গীয় জনগোষ্ঠীর ইতিহাস তুলে ধরা হয় – অ্যানালস পত্রিকায়।
- চলচ্চিত্রের জনক বলা হয়– অগাস্ট লুমিয়ের এবং লুই লুমিয়ের কে।
- ভারতীয় চলচ্চিত্রের পথিকৃৎ বলা হয় – হীরালাল সেনকে।ভারতে যোগাযোগ ব্যবস্থায় আধুনিক যুগের সূত্রপাত করেন /আধুনিক ভারতীয় পরিবহন ব্যবস্থার জনক/ ভারতীয় রেলপথের জনক/ ভারতীয় টেলিগ্রাফের জনক – লর্ড ডালহৌসি।
- ভারতীয় চলচ্চিত্রের জনক – দাদা সাহেব ফালক।
- ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র হলো – দাদা সাহেব ফালকে নির্মিত রাজা হরিশচন্দ্র। (1913)
- প্রথম বাংলা চলচ্চিত্রের নাম হল – বিলবো মঙ্গল, নির্বাক চলচ্চিত্র (১৯১৯)।
আরো অন্যান্য অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখতে ক্লিক করুন এখানে
- প্রথম বাংলা সবাক চলচ্চিত্র হলো – জামাই ষষ্ঠী (১৯৩১), দেনা পাওনা (১৯৩১)।
- চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ যে আন্তর্জাতিক পুরস্কার – অস্কার।
- ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার – দাদা সাহেব ফালকে পুরস্কার। (পর্ষদ টেস্ট পেপার 2022)
- মেঘে ঢাকা তারার পরিচালক হলেন – হৃত্বিক ঘটক।
- ভারতের প্রথম অস্কার প্রাপক চলচ্চিত্র – পথের পাঁচালী, পরিচালক সত্যজিৎ রায়।
- প্রথম স্বীকৃত ভারতীয় ফটোগ্রাফার হলন – লীলা দীনদয়াল।
- ভারতের শেরওয়ানি পরিধানের রীতি প্রচলন করেন -কুশানরা।
- মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন– উদয় শংকর (মাধ্যমিক ২০১৮)
- দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন – চলচ্চিত্রের সঙ্গে। (মাধ্যমিক ২০১৯)
- সত্যজিৎ রায় যুক্ত ছিলেন – চলচ্চিত্রের ইতিহাসের সঙ্গে বা শিল্পচর্চার ইতিহাসের সঙ্গে (মাধ্যমিক ২০২২)
- চারমিনার স্থাপত্যটি অবস্থিত – হায়দ্রাবাদে।
- সংস্কৃতি নগরী বলা হয় – কলকাতাকে (পর্ষদ টেস্ট পেপার ২০২3)
- ক্যামেরা আবিষ্কার করেন – ১৯৬৬ খ্রিস্টাব্দে ,নিশেফর নিয়েপচে।
- ফুটবলের মক্কা বলা হয় – কলকাতা শহরকে।
- স্বপ্ন নগরী বাণিজ্য নগরী বলা হয় – মুম্বাই শহরকে।
- গোলাপি শহর বলা হয় – জয়পুর কে।
- নিষিদ্ধ শহর – লাসা (মাধ্যমিক ২০২২)
- ভারতে প্রথম কামানের ব্যবহার হয় – পানিপথের প্রথম যুদ্ধে (1526 খ্রিস্টাব্দে)। (মাধ্যমিক 2002)
- ভারতের সামরিক ইতিহাস নিয়ে প্রথম গবেষণা করেন – যদুনাথ সরকার।
- লেটার ফর্ম এ ফাদার টু হিস ডটার গ্রন্থটির রচয়িতা হলেন – জহরলাল নেহেরু। (মাধ্যমিক ২০১৮)
- প্রথম বিশ্ব পরিবেশ দিবস বা ইকোডে পালিত হয – ১৯৭৪ খ্রিস্টাব্দের ৫ই জুন।
- সাইলেন্ট স্প্রিং গ্রন্থের লেখক হলেন – রাচেল কারসন।
- মহারাষ্ট্রে নর্মদা বাঁচাও আন্দোলনে (১৯৮৫) নেতৃত্ব দেন– মেধা পাটেকর।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় – ৫ই জুন। (মাধ্যমিক ২০২০)
- রাচেল কারসন যুক্ত ছিলেন – পরিবেশের ইতিহাসের সঙ্গে। (মাধ্যমিক ২০২৩;পর্ষদ টেস্ট পেপার ২০২২)
- গ্রীন ইম্পেরিয়ালিজম গ্রন্থের লেখক – রিচার্ড গ্রোভ।
- ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দা কালটিভিশন অফ সায়েন্স (1876 )প্রতিষ্ঠা করেন – মহেন্দ্রলাল সরকার।
- রাজ তরঙ্গিনী রাজতরঙ্গিনী গ্রন্থটি রচনা করেন – কলহন ;এই গ্রন্থ থেকে কাশ্মীরের আঞ্চলিক ইতিহাস জানা যায়।
- কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় – ১৮৩৫ খ্রিস্টাব্দে
- ম্যালেরিয়া রোগের আবিষ্কারক -রোনাল্ড রস।
- এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা – আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।
- ‘টেকনোলজি ইন মিডয়াভেল ইন্ডিয়া’ গ্রন্থের রচয়িতা – ইরফান হাবিব।
- ‘নদীয়া কাহিনী’ গ্রন্থটি অন্তর্গত – স্থানীয় ইতিহাসের। (মাধ্যমিক ২০২০)
- নদিয়া কাহিনী গ্রন্থটির রচয়িতা – কুমুদনাথ মল্লিক।
- উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থের লেখক – নীরা দেশাই।
- আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় -৮ই মার্চ।
- রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা রোধ হয় – ১৮২৯ খ্রিস্টাব্দে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইনসিদ্ধ হয় – ১৮৫৬ খ্রিস্টাব্দে।
- ভারতে ফুটবল খেলার প্রবর্তন করে – ইংরেজরা। (মাধ্যমিক ২০১৭ এবং পর্ষদ টেস্ট পেপার ২০২২)
- বিপিনচন্দ্র পাল লিখেছেন – ৭০ বছর (মাধ্যমিক 2017)
- সোম প্রকাশ পত্রিকার সম্পাদক – দ্বারকা নাথ বিদ্যাভূষণ। (মাধ্যমিক 2017)
- সরকারি নথি সংরক্ষণ করে রাখা হয় – মহাফেজ খানায়। (মাধ্যমিক ২০১৭,২০১৯)
- ‘জীবনের জলসাঘরে’ আত্মজীবনীমূলক গ্রন্থটি রচনা করেন – মান্না দে।
- অগ্নিযুগের অগ্নিকন্যা বলা হয় – সরলা দেবী চৌধুরানী কে।
- ‘সেদিনের কথা’ স্মৃতি কথাটি রচনা করেন -মনি কুন্তলা সেন।
- ‘জীবনে ঝরা পাতা’ হল একটি -আত্মজীবনী ।(মাধ্যমিক ২০১৮)
- সোমপ্রকাশ হল একটি – সাপ্তাহিক পত্রিকা। (মাধ্যমিক ২০১৮)
- বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থ – ৭০ বছর। (মাধ্যমিক 2017, 2020, ২০২৩)
- বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল -একটি মাসিক পত্রিকা (মাধ্যমিক ২০২২)
- সোমপ্রকাশ পত্রিকার প্রকাশনা সাময়িকভাবে স্থগিত হয় – ১৯৭৮ সালে (মাধ্যমিক ২০২২)
- রাইটার্স বিল্ডিং যে ধরনের স্থাপত্যের উদাহরণ – গথিক স্থাপত্য (মাধ্যমিক ২০২২)
- বন্দেমাতরম সংগীতটি প্রথম প্রকাশিত হয় – বঙ্গদর্শন পত্রিকায়।
- ইতিহাস তত্ত্ব হল – ইতিহাস রচনার পদ্ধতি। (পর্ষদ টেস্ট পেপার ২০২৩)
- ইন্ডিয়া উইনস ফ্রিডম গ্রন্থের লেখক হলেন – মৌলোনা আবুল কালাম আজাদ।
- সাধারণ লোকায়িত চিত্রের উদাহরণ হল – কালীঘাটের পটচিত্র। (পর্ষদ টেস্ট পেপার 2023)
- নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় – ১৯৬০ এর দশকের। (পর্ষদ টেস্ট পেপার ২০২৩)
- বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন – চার বছর (1872 থেকে 1876)।(মাধ্যমিক ২০২৩)
- ভারতে গজল ও কাওয়ালী সংগীতের প্রবর্তন করেন -আমির খসরু। (পর্ষদ টেস্ট পেপার ২০২২)
- গজের খেলা হলো -ক্রিকেট। (পর্ষদ টেস্ট পেপার ২০২২, ২০২৩)
- ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম হল – রাজতরঙ্গিনী।(পর্ষদ টেস্ট পেপার ২০২৩)
- বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় – ১৮৭২ খ্রিস্টাব্দে। (পর্ষদ টেস্ট পেপার ২০২৩)
- পথের পাঁচালী গ্রন্থটি রচনা করেন – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। (পর্ষদ টেস্ট পেপার ২০২৩)
- ভারতীয় সংগীতের উৎস – ‘সামবেদ’ (পর্ষদ টেস্ট পেপার ২০২৩)
- বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী লিখেছেন – অবনীন্দ্রনাথ ঠাকুর (পর্ষদ টেস্ট পেপার ২০২৩)
- সোমপ্রকাশ পত্রিকা যে সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটি হল – বিধবা বিবাহ আন্দোলন। (পর্ষদ টেস্ট পেপার ২০২৩)
- ভারতীয় ফুটবলের জনক বলে অভিহিত করা হয় – নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে( টেস্ট পেপার 2022)
- কেকের দেশ বলা হয় – স্কটল্যান্ডকে। (পর্ষদ টেস্ট পেপার ২০২৩)
- বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। (মাধ্যমিক ২০১৯)
- মোহিনীঅট্টম নাচটি – কেরলের।(পর্ষদ টেস্ট পেপার ২০২৩)
- পুরুলিয়ার একটি জনপ্রিয় নৃত্য হল – ছৌ নাচ।
- পৃথিবীর শ্রেষ্ঠ নাট্যকার হলেন – শেক্সপিয়র।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় -৫ই জুন। (পর্ষদ টেস্ট পেপার ২০২৩)
- স্পঞ্জ রসগোল্লার জনক হলেন – নবীনচন্দ্র দাস।
- ভারতের জাতীয় খেলা – কবাডি /হকি।
তথ্যসূত্র:
‘ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা’ – শচীন্দ্রনাথ মন্ডল।
‘আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ ভাবনা’ – ডক্টর জয়ন্ত চ্যাটার্জী।
রসগোল্লার উদ্ভাবক ছিলেন –
নদীয়া জেলার ফুলিয়ার হারাধন ময়রা।
বর্তমানে বাঙালি মেয়েরা কি পদ্ধতিতে শাড়ি পড়ে থাকেন ?
ব্রাম্ভিকা পদ্ধতিতে।
সুয়েজ খাল খনন করা হয় কবে ?
১৮৬৯ খ্রিস্টাব্দে।
কলকাতার একটি ঔপনিবেশিক স্থাপত্যের নিরদর্শন লেখ।
রাইডার্স বিল্ডিং।
পিরামিড দেখা যায় কোন সভ্যতায় ?
মিশরীয় সভ্যতায়।
ধর্ম বা তীর্থস্থান থেকে গড়ে ওঠা দুটিনগরের নাম লেখ ?
রোম এবং বারানসি
কাকে ভারতের কাকে ভারতের বিপ্লবী চেতনার পথিকৃৎ বলা হয় ?
বিপিনচন্দ্র পাল কে।
নারী সংক্রান্ত সামগ্রিক বিদ্যাকে কি বলা হয় ?
‘মানবী বিদ্যা’ বা ‘নারী বিদ্যা’ বা ‘ফেমিনিজম’ বলে।
পরিবেশের ইতিহাস চর্চা প্রথম কোথায় শুরু হয় ?
উত্তর আমেরিকাতে।