বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি মূলত শুষ্ক ও অর্ধশুষ্ক অঞ্চলে বেশি পরিলক্ষিত হয়। বায়ু বিভিন্নভাবে মাটি ও শিলাকে ক্ষয়,করে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে।
বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের উপর দিয়ে বয়ে যাওয়ার সময় বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি করে। বায়ু মূলত তিনটি প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন করে থাকে। এই প্রক্রিয়াগুলি হল – ক্ষয়, বহন এবং সঞ্চয়।
বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি চিত্রসহ আলোচনা কর ।
বায়ু প্রধানত মরুভূমি ও শুষ্ক অঞ্চলে ভূপৃষ্ঠের উপরিভাগ ক্ষয় করে বিভিন্ন ভূ-আকৃতি তৈরি করে।
গৌর (Mushroom Rock)ঃ
শুষ্ক অঞ্চলে বায়ুর দ্বারা শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে ভূমিরূপের আকার ছাতার মতো হলে, তাকে গৌর বলে।
উৎপত্তি: মরু অঞ্চলে বায়ুর গতিপথে কঠিন ও কোমলশিল অনুভূমিকভাবে অবস্থান করলে বায়ু অবঘর্ষ প্রক্রিয়ায় কমলশীলা অধিক ক্ষয় হয়ে শুরু হতে থাকে এবং কঠিন শিলা উপরে কম ক্ষয় হয়ে প্রসারিত হতে থাকে। ফলে মাশরুম আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে।
বৈশিষ্ট্য:
- এগুলি ব্যাঙের ছাতার মতো দেখতে হয় বলে মাশরুম রক বলা হয়।
- এদের উপরের অংশ প্রশস্ত ও অমসৃণ হয়
- এদের নিচের অংশ সরু ও মসৃণ হয়।
উদাহরণ: সাহারা মরুভূমিতে গৌড় দেখা যায়।
জিউগেন(Zugen)ঃ
মরু অঞ্চলে শক্ত শিলার নিচের নরম অংশ বেশি ক্ষয়প্রাপ্ত হয়, ফলে উপরের কঠিন স্তর টিলার আকারে অবস্থান করে, একে জিউগেন বলে।
উৎপত্তি: মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ু প্রবাহের গতিপথে কঠিন ও কমল শিলার স্তর অনুভূমিকভাবে উপর নিচে অবস্থান করলে কমল শিলা বেশি ও কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয়ে প্রায় সমতল চূড়াবিশিষ্ট জিউগেন সৃষ্টি করে।
বৈশিষ্ট্য:
- এদের উচ্চতা ২ – ৪০ মিটার পর্যন্ত হয়।
- শীর্ষ দেশ চ্যাপ্টা হয়।
- চূড়াগুলো বিচ্ছিন্ন ও স্তম্বাকার।
উদাহরণ: সোনেরান মরুভূমিতে অসংখ্য জিউগেন দেখা যায়
ইনসেলবার্জ (Inselberg)ঃ
দীর্ঘ সময় ধরে বায়ু ক্ষয়ের ফলে চারপাশের শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে একক শক্ত শিলা বা টিলা দাঁড়িয়ে থাকে, যাকে ইনসেলবার্গ বলা হয়।
উৎপত্তি: মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে কঠিন শিলাস্তর সমপ্রায় ভূমিতে ক্ষয় প্রতিরোধ করে অনুচ্চ খাড়া ঢাল বিশিষ্ট হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকে ইনসেলবার্জ গঠিত হয়।
বৈশিষ্ট্য:
- ইনসেলবােজ এর উচ্চতা কম এবং পর্বতের ঢাল বেশি।
- এগুলি মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়।
- ইনসেলবার্জ আরো ক্ষয়প্রাপ্ত হয়ে গম্বুজকার ডিবিতে পরিণত হয়। এগুলিকে বার্নহার্ড বলে।
উদাহরণ: সাহারা ও কালাহারি মরুভূমি অঞ্চলে এরূপ ভূমিরূপ দেখা যায়।
অপসারণ গর্ত(Blow out)ঃ
মরু অঞ্চলে বায়ু প্রবাহের ফলে বালি অপসারিত ও ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্ট গর্তকে অপসারণ গর্ত ব্লো আউট বলে
উৎপত্তি: মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে কোন স্থানের বালি অপসারণের মাধ্যমে অন্য স্থানে উড়ে গিয়ে অপসারণ গত সৃষ্টি করে।
বৈশিষ্ট্য:
- এটি অপসারণ প্রক্রিয়া দ্বারা সৃষ্ট গর্ত।
- কখনো কখনো বালি অপসারিত হয়ে জল বেরিয়ে আসে।
- গর্তে জল জমে লবণাক্ত হ্রদ গড়ে ওঠে।
উদাহরণ: মিশরের কাতার পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত।
উপসংহারঃ
বায়ুর ক্ষয় ও সঞ্চয়ের ফলে তৈরি ভূমিরূপগুলি মূলত মরুভূমি এবং শুষ্ক অঞ্চলে বেশি পরিলক্ষিত হয়। এই ভূমিরূপগুলো পরিবেশ ও আবহাওয়ার পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় এবং ভূমির উপর স্থায়ী প্রভাব ফেলে।
নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলির বর্ণনা দাও। সম্পূর্ণ উত্তরটি দেখতে Click করুন এখানে।
তথ্যসূত্রঃ
এ ব্লগের কাজ করতে Wikipedia এর সাহায্য নেয়া হয়েছে।
বায়ুর ক্ষয় কার্য থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন: ইয়ারডাং কি ?
উত্তর: বায়ুর গতিপথে কঠিন ও নরম শিলা পাশাপাশি উপর-নিচে অবস্থান করলে নরম শিলা ক্ষয় হয় এবং কঠিন শিলা টিলার আকারে দাঁড়িয়ে থাকে। একেই ইয়ারডাং বলে।
প্রশ্ন: ভেন্ডিফ্যাক্ট কি
উত্তর: বায়ু প্রবাহের ফলে শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে একদিকে মসৃণ ও সূচালো হলে তাকে ভেন্ডিফ্যাক্ট বলে।
প্রশ্ন: ড্রাইকন্তার কি ?
উত্তর: বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহের ফলে শিলা বিভিন্ন দিকে ক্ষয়প্রাপ্ত হয় তাকে ড্রাইকনটার বলে।
প্রশ্ন: মেশা ও বিউট কি ?
উত্তর: মরু অঞ্চলে বায়ু ক্ষয় কার্যের ফলে সৃষ্ট টেবিল আকৃতির ভূমিরূপ কে মেশা বলে। মেশা আরো বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট হলে তাকে বিউট বলে।
প্রশ্ন: ওয়েসিস বা মরুদ্যান কাকে বলে ?
উত্তর: মরুভূমি অঞ্চলে কোথাও জলের উৎস গড়ে উল্লেখ তাকে কেন্দ্র করে গাছপালা ও কৃষিকাজ গড়ে ওঠে, এই স্থানকে ওয়েসিস বা মরুদ্দ্যান বলে। মরুদ্যান বায়ুর ক্ষয়কার্য গড়ে ওঠে।
প্রশ্ন: ‘ইনসেলবার্গ’ শব্দের অর্থ কি ?
উত্তর: ইনসেলবার্জ শব্দের অর্থ – দ্বীপশৈল।
প্রশ্ন: টরস কাকে বলে ?
উত্তর: ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত ছোট হলে তাকে টরস বলে।
প্রশ্ন: প্লায়া কি ?
উত্তর: মরুভূমির ক্ষুদ্র লবণাক্ত জলের হ্রদ গুলিকে প্লায়া বলে। প্লায় গুলিকে সাহারাতে শর্টস বলে।
প্রশ্ন: ধান্দ কি ?
উত্তর: অপসারণ গর্ত বা প্লায়া হ্রদ গুলিকে রাজস্থানে ধান্দ বলে।
প্রশ্ন: ভারতের শীতলতম মরুভূমি কোনটি ?
উত্তর: লাদাক ভারতের শীতলত মরুভূমি।