ইতিহাস, দশম শ্রেণী

বাংলা মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা

Admin

No Comments

গঙ্গাকিশোর ভট্টাচার্য উনিশ শতকের প্রথমার্ধে বাংলা মুদ্রণ শিল্প ও সাংবাদিকতার এক অগ্রগণ্য ব্যক্তিত্ব। আনুমানিক ১৭৮২ খ্রিস্টাব্দে বর্ধমানের বহড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

তিনি কলকাতায় গিয়ে স্বাধীনভাবে বই প্রকাশ কার্যে নিযুক্ত হন। গঙ্গাকিশোর বাংলা বই মুদ্রিত করে বইয়ের ব্যবসা শুরু করেন। তার সম্পাদিত প্রথম বাংলা বই ‘অন্নদামঙ্গল‘ ১৮১৬ খ্রিষ্টাব্দে মুদ্রিত হয়েছিল। তিনি নিজের কাজের সুবিধার জন্য ‘বাঙ্গাল গেজেট প্রেস‘ স্থাপন করেন।এখানে তৎকালীন অনেক প্রসিদ্ধ গ্রন্থকারের বই মুদ্রিত হত। এছাড়া তিনি বাংলা ভাষায় একটি ইংরেজি ব্যাকরণ,ব্যাখ্যা ও টীকাসহ মূল ভগবদ্গীতা, চিকিৎসাশাস্ত্র সম্পর্কে কয়েকটি বই মুদ্রিত ও প্রকাশিত করেছিলেন। বইয়ের ব্যবসায় তিনি বিশেষ অর্থলাভ করেন।

গঙ্গাকিশোর ভট্টাচার্য সম্পাদিত ‘বাঙ্গাল গেজেট’ নামের বাংলা ভাষায় মুদ্রিত সাপ্তাহিক পত্রিকাটি প্রথম বাংলা সংবাদপত্র বলে অনুমিত হয়। পত্রিকাটি ১৮১৮ খ্রিষ্টাব্দের ১৫ই মে প্রথম প্রকাশিত হয়েছিল।এই কাজে হরচন্দ্র রায় নামে আর এক ব্যক্তি তার সহযোগী ছিলেন। সুতরাং তিনি হলেন প্রথম বাঙালি প্রকাশক, পুস্তক ব্যবসায়ী ও সাংবাদিক।

Table of Contents

বাংলা মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করঃ

ভূমিকাঃ

গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন একজন সৃজনশীল প্রকাশক, সম্পাদক এবং লেখক। তাঁর প্রচেষ্টা বাংলা ভাষার পাঠ্যপুস্তক, ধর্মগ্রন্থ এবং সাহিত্য রচনার প্রসারে বিশাল ভূমিকা পালন করেছিল। সেই সময়ে যখন মুদ্রণ শিল্প ক্রমশ প্রসারিত হচ্ছিল, তখন গঙ্গা কিশোর ভট্টাচার্য তাঁর উদ্যোগে বাংলার মুদ্রণ ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেন।

প্রারম্ভিক জীবনঃ

গঙ্গাকিশোর ভট্টাচার্য একজন উদ্যোগী বাঙালি ব্যবসায়ী ছিলেন। তিনি শ্রীরামপুর মিশন প্রেসে কাজ করে কম্পোজিটর হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে নিজের প্রচেষ্টায় কলকাতায় চলে এসে তিনি বাংলা বই মুদ্রণ ও বিক্রয়ের ব্যবসা শুরু করেন।

সচিত্র বইঃ

গঙ্গাকিশোর কলকাতার ফেরিস কোম্পানির মুদ্রাকর হিসেবে যোগ দিয়ে ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল‘ কাব্যটি প্রথম ছবিসহ মুদ্রণ করেন। এই গ্রন্থটি হল বাংলা ভাষায় প্রথম সচিত্র গ্রন্থ। বইটিতে ছ’খানা ছবি আছে,যা অঙ্কন করেছিলেন শিল্পী রামচাঁদ রায়। এই বইটি বাংলা মুদ্রণ শিল্পের একটি মাইলফলক।

বাংলা সংবাদপত্রের জন্মঃ

গঙ্গাকিশোর বন্ধু হরচন্দ্র রায়ের সহযোগিতায় প্রথম বাংলা ভাষায় ‘বাঙ্গাল গেজেট’ নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। অনেকে এই পত্রিকাটিকে বাংলায় প্রকাশিত প্রথম সংবাদপত্র বলে মনে করেন।এটি বাংলা সংবাদপত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

হরচন্দ্র রায়ের সঙ্গে মনোমালিন্যের কারণে গঙ্গা কিশোর তার মুদ্রণ যন্ত্রটি নিজগ্রাম বহড়াতে নিয়ে যান। বহড়া থেকে তিনি যে বই ছাপতেন, সেখানে প্রেসের নাম লেখা থাকতো ‘বাংলা যন্ত্র‘।

গঙ্গাকিশোর ভট্টাচার্য
গঙ্গাকিশোর ভট্টাচার্য

বইয়ের ব্যবসায় অবদানঃ

গঙ্গাকিশোর বইয়ের ব্যবসায় জড়িত ছিলেন এবং বিশেষ অর্থলাভ করেছিলেন তার রচিত, সংকলিত ও প্রকাশিত গ্রন্থ-‘এ গ্রামার ইন ইংলিশ এন্ড বেঙ্গলী'(১৮১৬ খ্রিস্টাব্দ), ‘দায়ভাগ'(১৮১৬-১৭ খ্রিষ্টাব্দ), ‘দ্রব্যগুন'(১৮২৪ খ্রিস্টাব্দ), ‘গণিত নামতা ব্যাকরণ লিখিবার আদর্শ’, ‘গঙ্গাভক্তি তরঙ্গিনী’, ‘লক্ষ্মীচরিত’, ‘বেতালপঞ্চবিংশতি’ ইত্যাদি। তিনি বাংলা বইয়ের প্রচার ও বিক্রয়ের মাধ্যমে বাংলা সাহিত্যের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

মুদ্রণযন্ত্র স্থাপনঃ

পুস্তক বিক্রেতা হিসেবে সফল হওয়ার পর গঙ্গা কিশোর ভট্টাচার্য নিজ কাজের সুবিধার জন্য ১৮১৮ খ্রিস্টাব্দে কলকাতার চোরাবাগানে ‘বাঙ্গাল গেজেট প্রেস‘ নামে একটি মুদ্রণ যন্ত্রের প্রতিষ্ঠা করেন। এটি ছিল বাঙালি মালিকানায় প্রথম ছাপাখানা।এটি বাংলা মুদ্রণ শিল্পের স্বাধীনতা ও বিকাশের দিকে একটি বড় পদক্ষেপ ছিল।

উপসংহারঃ

বাংলা মুদ্রণ ও প্রকাশনার ইতিহাসে রাজা রামমোহন রায়ের সমসাময়িক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। তিনি বাংলা মুদ্রণ শিল্পের প্রারম্ভিক যুগে একজন পথপ্রদর্শক হিসেবে কাজ করেন। বিভিন্ন বই প্রকাশের মাধ্যমে তিনি বাংলা ভাষার সাহিত্য, সাংবাদিকতা এবং মুদ্রণ শিল্পকে সমৃদ্ধ করেন। তাঁর উদ্যোগ এবং অবদানের ফলেই বাংলা মুদ্রণ শিল্প উনিশ শতকের গোড়ায় একটি শক্তিশালী ভিত্তি পায়।

1857-র বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল?ঃ সম্পূর্ণ উত্তরটি দেখতে Click করুন এখানে।

তথ্যসূত্রঃ

এই ব্লগের কাজ করতে Wikipedia এর সাহায্য নেয়া হয়েছে।

মুদ্রণ শিল্প ও গঙ্গা কিশোর ভট্টাচার্য থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরঃ

প্রশ্নঃ গঙ্গা কিশোর ভট্টাচার্য কে ছিলেন?

উত্তরঃ গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন একজন উদ্যোগী বাঙালি ব্যবসায়ী। তিনি বাংলা মুদ্রণ ও প্রকাশনকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তিনি বাংলা ভাষার প্রথম ছবিসহ বই এবং প্রথম বাংলা সংবাদপত্রের প্রকাশক হিসাবে পরিচিত।

প্রশ্নঃ গঙ্গা কিশোর ভট্টাচার্যের জন্ম কোথায় এবং কবে?

উত্তরঃ গঙ্গা কিশোর ভট্টাচার্য আনুমানিক ১৭৮২ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বহড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

প্রশ্নঃ গঙ্গা কিশোর ভট্টাচার্য কোন বইটি প্রথম ছবিসহ মুদ্রণ করেছিলেন?

উত্তরঃ গঙ্গা কিশোর ভট্টাচার্য ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ কাব্যটি প্রথম ছবিসহ মুদ্রণ করেছিলেন।

প্রশ্নঃ বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রটি কে প্রকাশ করেছিলেন?

উত্তরঃ বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র ‘বাঙ্গাল গেজেট’ গঙ্গাকিশোর ভট্টাচার্য এবং হরচন্দ্র রায় মিলে প্রকাশ করেছিলেন।

প্রশ্নঃ গঙ্গা কিশোর ভট্টাচার্য কোন মুদ্রণযন্ত্র স্থাপন করেছিলেন?

উত্তরঃ গঙ্গা কিশোর ভট্টাচার্য নিজের কাজের সুবিধার জন্য ‘বাঙ্গাল গেজেট প্রেস’ নামে একটি মুদ্রণযন্ত্র স্থাপন করেছিলেন।

প্রশ্নঃ বাঙ্গাল গেজেট কবে প্রকাশিত হয়েছিল?

উত্তরঃ বাঙ্গাল গেজেট ১৮১৮ খ্রিস্টাব্দের ১৫ই মে প্রথম প্রকাশিত হয়েছিল।

প্রশ্নঃ গঙ্গা কিশোর ভট্টাচার্যের প্রকাশিত বইগুলি কী কী?

উত্তরঃ গঙ্গা কিশোর ভট্টাচার্য ‘এ গ্রামার ইন ইংলিশ এন্ড বেঙ্গলী’, ‘দায়ভাগ’, ‘দ্রব্যগুন’, ‘গণিত নামতা ব্যাকরণ লিখিবার আদর্শ’, ‘গঙ্গাভক্তি তরঙ্গিনী’, ‘লক্ষ্মীচরিত’, ‘বেতালপঞ্চবিংশতি’ ইত্যাদি বই প্রকাশ করেছিলেন।

প্রশ্নঃ অন্নদা মঙ্গলের ছবিগুলি কে এঁকেছিলেন?

উত্তরঃ অন্নদা মঙ্গলের ছবিগুলি কে এঁকেছিলেন শিল্পী রাম চাঁদ রায়।

প্রশ্নঃ গঙ্গা কিশোর ভট্টাচার্য বাংলা মুদ্রণ শিল্পে কী অবদান রেখেছিলেন?

উত্তরঃ গঙ্গা কিশোর ভট্টাচার্য বাংলা মুদ্রণ শিল্পে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি বাংলা ভাষায় প্রথম ছবিসহ বই এবং প্রথম সংবাদপত্র প্রকাশ করেছিলেন। তিনি নিজের মুদ্রণযন্ত্র স্থাপন করে বাংলা মুদ্রণ শিল্পকে স্বাধীনতা দিয়েছিলেন।

প্রশ্নঃ গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদানের ফলে বাংলা মুদ্রণ শিল্পে কী পরিবর্তন এসেছিল?

উত্তরঃ গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদানের ফলে বাংলা মুদ্রণ শিল্প একটি নতুন উচ্চতায় পৌঁছেছিল। বাংলা সাহিত্যের ব্যাপক প্রসার ঘটেছিল এবং বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশের নতুন যুগের সূচনা হয়েছিল।

আরো পড়ুনঃ

Sharing Is Caring:

Leave a Comment