ইতিহাস, দশম শ্রেণী

লর্ড মেকলে কে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় ?

Admin

No Comments

উনিশ শতকে যে সমস্ত ইউরোপীয় ভারতে পাশ্চাত্য শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন লর্ড মেকলে।

জাতিতে ইংরেজ টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের নীতি প্রবর্তক। তিনি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর আইন সচিব ছিলেন। তিনি ১৮২৩ খ্রিস্টাব্দে গঠিত ‘কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন’ এর সভাপতি নিযুক্ত হয়েছিলেন। তার সুপারিশ ক্রমে ভারতে ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের নীতি ‘মেকলে মিনিট’ প্রবর্তিত হয়েছিল ১৮৩৫ খ্রিস্টাব্দের ২ ফেব্রুয়ারি।

Table of Contents

ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক হিসেবে লর্ড মেকলে (M.P-2022)

ভূমিকাঃ

লর্ড মেকলে (Thomas Babington Macaulay) ছিলেন একজন ব্রিটিশ ইতিহাসবিদ, প্রাবন্ধিক এবং ১৮৩০-এর দশকে ভারতে ব্রিটিশ শিক্ষানীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তি। তিনি ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা পালন করেছেন। তবে তাকে পুরোপুরি পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় কি না, তা বোঝার জন্য তার অবদান এবং প্রেক্ষাপট বিশ্লেষণ করা জরুরি।

পাশ্চাত্যবাদী মেকলের ধারণাঃ

লর্ড মেকলে ছিলেন উগ্র-পাশ্চাত্যবাদের সমর্থক। তিনি প্রাচ্যের তুলনায় পাশ্চাত্য শিক্ষাকে সবার জন্য কল্যাণকর মনে করতেন। তিনি বলেন প্রাচ্য শিক্ষা অবৈজ্ঞানিক, চেতনাহীন, নিকৃষ্ট, দুর্নীতিগ্রস্ত এবং অপবিত্র। তাই তিনি ব্রিটিশ ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের কথা বলেছিলেন।

পাশ্চাত্য শিক্ষার জন্য দাবিঃ

ব্রিটিশ সরকার ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইন দ্বারা ভারতীয়দের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে চাইলে প্রাচ্য-প্রশ্চাত্য বিতর্ক শুরু হয়। সে সময় পাশ্চাত্যবাদীদের মধ্যে অন্যতম ছিলেন লর্ড মেকলে। তিনি ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা প্রসারের দাবি রাখেন।

লর্ড মেকলে
Thomas Babington Macaulay

মেকলে মিনিটঃ

১৮৩৫ খ্রিস্টাব্দের ২ রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেলের পরিষদীয় আইন সদস্য মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সরকারি অর্থ ব্যয়ের জন্য যে প্রসিদ্ধ স্মারকলিপি বড়লাট লর্ড বেন্টিং এর কাছে পেশ করেন তা ‘মেকলে মিনিট’ নামে পরিচিত।

ভারতীয়দের মধ্যে নতুন শ্রেণী তৈরিঃ

মেকলের শিক্ষা নীতির অন্যতম উদ্দেশ্য ছিল ভারতবাসীর মধ্যে এমন একটা শ্রেণি তৈরি করা যারা রক্তে-মাংসে হবে ভারতীয় এবং রুচি, নীতি ,শিক্ষতে হবে ইংরেজ। এই নতুন শিক্ষিত শ্রেণীই ভবিষ্যতে ইংরেজ শাসনকে মজবুত করতে সহায়ক হবে বলে তিনি মনে করতেন।

সমালোচনাঃ

মেকলের শিক্ষানীতি অনুসরণ করে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্ব কমিয়ে দেওয়া হয়। অন্যদিকে পাশ্চাত্য ঐতিহ্য ও সংস্কৃতির প্রভাব বৃদ্ধি করা হয়। ফলে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ঐতি অবহেলা দেখা যায়।

উপসংহারঃ

লর্ড মেকলে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার শিক্ষানীতির ফলে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে এবং ইংরেজি শিক্ষার মাধ্যমে আধুনিক শিক্ষাব্যবস্থার প্রসার ঘটে। তবে তাকে সম্পূর্ণভাবে পাশ্চাত্য শিক্ষার একমাত্র প্রবর্তক বলা যায় না, কারণ তার আগে থেকেই পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনের চেষ্টা চলছিল।

আরো অন্যান্য বিষয়গুলি দেখতে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন:

হুতোম প্যাঁচার নকশা গ্রন্থে-উনিশ শতকের বাংলার সমাজ চিত্র(M.P-2018)

মাধ্যমিক ইতিহাস সাজেশন।Madhyamik History Suggestion 2025।

মাধ্যমিক ভূগোল সাজেশন।Madhyamik Geography Suggestion 2025।

দশম শ্রেণির ইতিহাসের প্রথম অধ্যায় থেকে 1 নম্বরের প্রশ্ন উত্তর

তথ্যসূত্রঃ

এই ব্লগটি লিখতে উইকিপিডিয়ার সাহায্য নিয়েছে।

‘ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা’ – শচীন্দ্রনাথ মন্ডল।

‘আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ’- ড. প্রণব চট্টোপাধ্যায়।

* কিছু গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:

প্রশ্ন: ‘মেকলে মিনিট’ কবে প্রবর্তিত হয়েছিল ?

উত্তর: ‘মেকলে মিনিট’ ১৮৩৫ খ্রিস্টাব্দের ২ ফেব্রুয়ারিতে প্রবর্তিত হয়েছিল।

প্রশ্ন: লর্ড মেকলে কে ছিলেন ?

উত্তর: লর্ড টমাস ব্যাবিংটন মেকলে একজন ব্রিটিশ ইতিহাসবিদ, প্রাবন্ধিক এবং ভারতে ব্রিটিশ শিক্ষানীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তি ছিলেন। তিনি ‘কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন’ এর সভাপতি ছিলেন।

প্রশ্ন: মেকলে’র শিক্ষানীতির মূল উদ্দেশ্য কী ছিল ?

উত্তর: মেকলে’র শিক্ষানীতির উদ্দেশ্য ছিল ভারতীয়দের মধ্যে একটি নতুন শ্রেণি তৈরি করা যারা হবে রক্তে-মাংসে ভারতীয়, কিন্তু রুচি ও শিক্ষায় হবে ইংরেজ।

প্রশ্ন: লর্ড মেকলে কি পুরোপুরি পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক ছিলেন ?

উত্তর: টমাস ব্যাবিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তবে তিনি একমাত্র প্রবর্তক নন, তার আগে থেকেই পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনের চেষ্টা চলছিল

প্রশ্ন: মেকলে’র শিক্ষানীতির কী প্রভাব পড়েছিল ভারতের সংস্কৃতির ওপর ?

উত্তর: মেকলে’র শিক্ষানীতির ফলে ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতির গুরুত্ব কমিয়ে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব বৃদ্ধি করা হয়েছিল।

প্রশ্ন: লর্ড মেকলে কোন সময়ের মধ্যে ভারতে পাশ্চাত্য শিক্ষার জন্য কাজ করেছিলেন ?

উত্তর: মেকলে ১৮৩০-এর দশকে ভারতে ব্রিটিশ শিক্ষানীতি প্রণয়নে কাজ করেছিলেন।

প্রশ্ন: টমাস ব্যাবিংটন মেকলে কেন পাশ্চাত্য শিক্ষাকে প্রাধান্য দিতে চেয়েছিলেন?

উত্তর: টমাস ব্যাবিংটন মেকলে প্রাচ্যের তুলনায় পাশ্চাত্য শিক্ষাকে সবার জন্য কল্যাণকর মনে করতেন এবং প্রাচ্য শিক্ষাকে অবৈজ্ঞানিক ও নিকৃষ্ট বলে সমালোচনা করতেন।

প্রশ্ন: লর্ড মেকলে কোন পদে নিযুক্ত ছিলেন যখন তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করেন?

উত্তর: মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর আইন সচিব এবং ‘কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন’ এর সভাপতি।

প্রশ্ন: মেকলে রচিত দুটি গ্রন্থের নাম লেখ

উত্তর:‘Lays of Ancient Rome’ & ‘The History Of England From The Accession Of James’

প্রশ্ন: চুইয়ে পড়া নীতির প্রবক্তা কে ?

উত্তর:টমাস ব্যাবিংটন মেকলে

Sharing Is Caring:

Leave a Comment