ভূগোল

মাধ্যমিক ভূগোল সাজেশন।Madhyamik Geography Suggestion 2025।

Admin

No Comments

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ে ভালো রেজাল্ট করতে হলে এই সাজেশনটি তোমাকে অবশ্যই করতে হবে।

প্রথম অধ্যায়: বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

প্রশ্নমান:-5

  • হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলির চিত্রসহ বর্ণনা দাও।
  • হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপে চিত্রসহ বর্ণনা দাও।
  • শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার বিনীত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলির আলোচনা কর।
  • বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপে চিত্রসহ বর্ণনা দও।

প্রশ্নমান :-3

  • নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল অবস্থা আলোচনা কর।
  • সব নদীর মোহনা ব দ্বীপ গড়ে ওঠে না কেন ?
  • রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখ।
  • নদীর বহনকার্যের প্রক্রিয়াগুলি আলোচনা।

প্রশ্নমান :-2

  • পর্যায়ন ও আরোহন কাকে বলে।
  • নগ্নী ভবন কি ?
  • ধারণ অববাহিকা বলতে কি বোঝো ?
  • জলবিভাজিকা কি ?
  • আদর্শ নদী বলতে কী বোঝো? উদাহরণ দাও।
  • মন্থকূপ কি ?
  • বার্গস্রুন্ড ও ক্রেভাস কি ?
  • হিমশৈল কি ?
  • দক্ষিণ গোলার্ধের দুটি উষ্ণ মরুভূমির নাম লেখ।
  • ইনসেলবার্জ কি?
  • মরুদ্যান কাকে বলে।

দ্বিতীয় অধ্যায়: বায়ুমণ্ডল

প্রশ্নমান:-5

  • বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার স্তর গুলি সম্পর্কে আলোচনা করো।
  • নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি ও গতিপথ আলোচনা ক।
  • ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য গুলি লেখ।
  • বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোন দুই প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা কর।

প্রশ্নমান :-3

  • বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফল গুলি ল।
  • পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হওয়ার কারণ লেখ।
  • শিশিরাঙ্ক ও হিমাঙ্কের পার্থক্য লেখ।

প্রশ্নমান :-2

  • ITCZ কি
  • স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য ল।
  • কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলে, কেন ?
  • তুষার ভক্ষক কি ?
  • জেট বায়ুর প্রধান কয়েকটি বৈশিষ্ট্য লেখ।
  • আপেক্ষিক আদ্রতা বলতে কী বোঝো ?
  • মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক লেখ।
  • ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখ।

তৃতীয় অধ্যায়: বারিমন্ডল

প্রশ্নমান:-5

  • সমুদ্রস্রোত সৃষ্টির কারণ গুলি আলোচনা করো।
  • বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব গুলি লেখ।
  • পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব গুলি লেখ।
  • জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি চিত্রসহ বর্ণনা কর ।

প্রশ্নমান :-3

  • মগ্নচর এর বাণিজ্যিক গুরুত্ব লেখ।
  • অ্যাপোজি ও পেরিজির পার্থক্য লেখ।
  • সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখ।

প্রশ্নমান :-2

  • হিম প্রাচীর কাকে বলে ?
  • বান ডাকা কি ?
  • সিজিগি কি ?
  • নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয় কেন ?

চতুর্থ অধ্যায়: বর্জ্য ব্যবস্থাপনা

প্রশ্নমান :-3

  • প্রকৃতি অনুযায়ী বর্জ্য উদাহরণসহ শ্রেণীবিভাগ কর।
  • বর্জ্য ব্যবস্থাপনার ধারনা দাও।
  • বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা গুলি লেখ।
  • কম্পোস্টিং পদ্ধতির বৈশিষ্ট্য বা সুবিধা গুলি লেখ।
  • গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি লেখ।
  • বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা গুলি কি কি ?
  • ভাগীরথী ও হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা কর।

প্রশ্নমান :-2

  • ইলেকট্রনিক বর্জ্য কাকে বলে।
  • কম্পোস্টিং পদ্ধতি কি ?
  • বর্জ্য পুনঃনবীকরণ কি ?
  • নিষ্কাশন পদ্ধতি কি ?
  • ফ্লাই অ্যাশ কি ?
ভূগোল
Geography Suggestion

অন্যান্য বিষয়ের সাজেশন পেতে ক্লিক করুন এখানে ।

ভূগোল
ভূগোল

পঞ্চম অধ্যায়:ভারত (ভারতের প্রাকৃতিক পরিবেশ)

প্রশ্নমান:-5

  • পশ্চিম হিমালয়ের ভূ প্রকৃতির বর্ণনা দাও।
  • পূর্ব উপকূলের সমভূমি ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখ।
  • উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদনদীর মধ্যে পার্থক্য লেখ।
  • ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক গুলি সম্পর্কে আলোচনা কর।
  • ল্যাটেরাইট ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।

প্রশ্নমান :-3

  • পূর্বঘাট পর্বত পশ্চিমঘাট পর্বতের পার্থক্য গুলি লেখ।
  • ভাঙ্গর ও খাদার এর মধ্যে পার্থক্য লেখ।
  • মালনাদ ও ময়নাদের মধ্যে পার্থক্য লেখ।
  • বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য গুলি লেখ।
  • অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা গুলি লেখ।
  • মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব গুলি লেখ।

প্রশ্নমান :-2

  • দুন কি ?
  • তাল কি ?
  • ভাবর কাকে বলে কাকে বলে ?
  • মরুস্থলি বলতে কী বোঝ ?
  • ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম কি ?
  • বৃষ্টির জল সংরক্ষণের দুটি পদ্ধতি লেখ।
  • অন্তর্বাহিনী নদী কাকে বলে উদাহরণ দাও।
  • মৌসুমী বিস্ফোরণ কি ?
  • করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন ?
  • ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখ।
  • জেরোফাইট উদ্ভিদ কাকে বলে ?
  • ধাপ চাষ কি।

ষষ্ঠ অধ্যায়:ভারত (ভারতের অর্থনৈতিক পরিবেশ)

প্রশ্নমান:-5

  • ধান, গম, কার্পাস ,চা – চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা কর।
  • ভারতীয় কৃষির সমস্যা গুলি কি কি ? এর সমাধান আলোচনা কর।
  • ভারতের বেশিরভাগ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গুলি পূর্ব ও মধ্য ভারতের গড়ে উঠেছে কেন ?
  • পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্প উন্নতির কারণ গুলি কি কি ?
  • ভারতে অসম জন বন্টনের তারতম্যের কারণ গুলি আলোচনা করো।
  • শহর বা নগর গড়ে ওঠার কারণ গুলি কি কি ?

প্রশ্নমানঃ- 3

  • পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর
  • ভারতীয় শিল্পের অবস্থানে কাঁচামালের প্রভাব গুলি আলোচনা করো।
  • ভারতী নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা গুলি সম্পর্কে আলোচনা কর। এই সমস্যার সমাধানের উপায় গুলি লেখ।
  • রেলপথ ও সড়ক পথের গুরুত্ব গুলি লেখ।
  • আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ইন্টারনেটের ভূমিকা লেখ

প্রশ্নমান :-2

  • কৃষিকাজ্যের সংজ্ঞা দাও।
  • মিলেট কাকে বলে।
  • ট্রাক ফার্মিং কি ?
  • অনুসারী শিল্প কি ?
  • ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে।
  • ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো ?
  • পুনঃরপ্তানি বন্দর কাকে বলে।
  • সোনালী চতুর্ভুজ কি ?

সপ্তম অধ্যায়: উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র

প্রশ্নমান :-3

  • উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য গুলি লেখ।
  • ভূবৈচিত্রসূচক মানচিত্রের প্রয়োজনীয়তা গুলি কি কি ?
  • উপগ্রহ চিত্রের ব্যবহার বা গুরুত্বগুলি লেখ।
  • জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখ।
  • দূর সংবেদনের সুবিধা, অসুবিধা গুলি লেখ।

প্রশ্নমান :-2

  • উপগ্রহ চিত্র কাকে বলে।
  • সেন্সর কি ?
  • প্ল্যাটফর্ম কাকে বলে।
  • GPS কী ?

মানচিত্র

  • নীলগিরি পর্বত ;শিবালিক পর্বত ;বিন্দো পর্বত; আরাবল্লী পর্বত;
  • তাপ্তি নদী ;কৃষ্ণা নদী ;মহানদী ;লোকটাক হদ ;কাবেরী নদী;
  • বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ;ভারতে শুষ্কতম অঞ্চল; একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল ;উত্তর-পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল; একটি অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল;
  • পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল; ভারতের লোহিত মৃত্তিকা অঞ্চল; একটি মরু মৃত্তিকা অঞ্চল; একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল’
  • একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল; কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার
  • পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল ;উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল; উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল; একটি কফি উৎপাদক অঞ্চল; উত্তর-পূর্ব ভারতে চা উৎপাদক অঞ্চল;
  • ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র ;দক্ষিণ ভারতের ম্যানচেস্টার; পূর্ব ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প; ভারতের রূঢ়অঞ্চল ;ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্র; পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র; পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র;
  • ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল; পূর্বভারতীর একটি মহানগর; ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র ;পশ্চিম উপকূলের একটি মহানগর; উত্তর ভারতের বৃহত্তম মহানগর ;নতুন দিল্লি; মুম্বাই ;চেন্নাই;
  • ভারতের হাইটেক বন্দর; দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর; পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর;; ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর; বিশাখাপত্তনম বন্দর ;পশ্চিম ভারতের একটি বন্দর; পূর্ব উপকূলের একটি বৃহত্তম পোতা আশ্রয় যুক্ত বন্দর;
মাধ্যমিক ভূগোল সাজেশন

তথ্যসূত্র

প্রশ্নপত্রঃ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

পাঠ্যপুস্তকঃ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুসৃত দশম শ্রেণীর ভূগোল পাঠ্য বই।

Sharing Is Caring:

Leave a Comment