2025 মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্রটির সম্পূর্ণ সমাধান আলোচনা করা হলো। এই প্রশ্নগুলির উত্তর পরবর্তী মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের অত্যন্ত সহায়ক হবে ।
২০২৫ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানঃ
বিভাগ – ক
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখঃ-
১.১ ‘বঙ্গলক্ষীর ব্রতকথা’ রচনা করেন – রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।
১.২ ‘জয়শ্রী’ পত্রিকার সম্পাদিকা ছিলেন – লীলা নাগ।
১.৩ সূর্যসেন শহীদ হন – ১৯৩৪ খ্রিস্টাব্দে।
১.৪ ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করে – ১৮ জুলাই, ১৯৪৭ খ্রিস্টাব্দে।
১.৫ রাজ্য পুনর্গঠন কমিশনের (১৯৫৩) সভাপতি ছিলেন – ফজর আলী।
১.৬ হালহেড রচিত ‘এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ’ বইটি ছাপা হয়েছিল – হুগলিতে।
১.৭ মাসিক ‘সন্দেশ’ পত্রিকা প্রথম প্রকাশিত হয় – ১৯১৩ খ্রিস্টাব্দে।
১.৮ ‘কৃষক প্রজা পার্টি’ গঠন করেছিলেন – ফজলুল হক।
১.৯ স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন – অসহযোগ আন্দোলনে।
১.১০ বাংলার শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন -অশ্বিনীকুমর বন্দ্যোপাধ্যায়।
১.১১ কোল বিদ্রোহ (১৮৩১-১৮৩২) দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন – ক্যাপ্টেন উইল কিনসন।
১.১২ ‘বাংলার নানাসাহেব’ নামে পরিচিত ছিলেন -রামরতন মল্লিক।
১.১৩ ঔউপনিবেশিক ভারতের প্রথম ‘রাজপ্রতিনিধি’ ছিলেন – লর্ড বেন্টিং
১.১৪ বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপ এর সঙ্গে যুক্ত ছিলেন – কালীনাথ রায়চৌধুরী।
১.১৫ ‘বিরূপবজ্র’ গ্রন্থটি সঙ্গে যুক্ত ছিলেন – গগনেন্দ্রনাথ ঠাকুর।
১.১৬ প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হল – সংবাদ প্রভাকর।
১.১৭ ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় – ১৮৭২ খ্রিস্টাব্দে।
১.১৮ হিন্দু মেট্রোপলিটন কলেজ (১৮৫৩ খ্রিস্টাব্দে) প্রতিষ্ঠা করেন – বিদ্যাসাগর।
১.১৯ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন – মতিলাল শিল।
১.২০ ‘দ্যা রিফরমার’ পত্রিকার সম্পাদক ছিলেন -প্রসন্নকুমার ঠাকুর।
বিভাগ – খ
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১ করে, মোট ১৬ টি প্রশ্নের উত্তর দাও)ঃ-
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
(২.১.১) একটি ‘ স্থানীয় ইতিহাস’ গ্রন্থের নাম লেখ । উত্তর:- রাজতরঙ্গিনী।
(২.১.২) কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় ? উত্তর:- ১৮৫৩ খ্রিস্টাব্দে।
(২.১.৩) কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় ? উত্তর:- -১৯১২/১৯১৪ খ্রিস্টাব্দের ২৭ মার্চ।
(২.১.৪) কোন বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দেন ? উত্তর:- কোল বিদ্রোহে।
উপবিভাগ : ২.২
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
(২.১.১) রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় | উত্তর: (২) ভারত সভা |
(২.২.২) বিদ্যাসাগর | উত্তর: (৪) নারী শিক্ষা |
(২.২.৩) মিনু মাসানি | উত্তর: (১) কংগ্রেস সমাজতন্ত্রী দল |
(২.২.৪) কল্পনা দত্ত | উত্তর: (৩) বিপ্লবী কার্যকলাপ |
উপবিভাগ : ২ .৩
ঠিক বা ভুল নির্ণয় কর :
(২.৩.১) স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা । উত্তর: – (ভুল)
(২.৩.২) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস । উত্তর: – (ভুল)
(২.৩.৩) কৃষ্ণ কুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি । উত্তর: – (ঠিক)
(২.৩.৪) অল ইন্ডিয়া সিডিউলড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি. আর. আম্বেদকর । উত্তর: – (ঠিক)
উপবিভাগ : ২ .৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত কর ও নামাঙ্কিত করো :
(২.৪.১) কোল বিদ্রোহের (১৮৩১-১৮৩২) এলাকা ।
(২.৪.২) সাঁওতাল বিদ্রোহের (১৮৫৫-১৮৫৬) এলাকা ।
(২.৪.৩) মহাবিদ্রোহের (১৮৫৭) – একটি কেন্দ্র, লক্ষ্নৌ ।
(২.৪.৪) মহাবিদ্রোহের (১৮৫৭) – একটি কেন্দ্র, ঝাঁসি ।
উপবিভাগ : ২ .৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন কর :
(২.৫.১) বিবৃতি : ‘হিন্দু পেট্রিয়ট’ ছিল উনিশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ।
ব্যাখ্যা ১ : এটি ছিল, হিন্দু বিপ্লবীদের একটি মুখপত্র ।
ব্যাখ্যা ২ : এটি ছিল, নব্য হিন্দু আন্দোলনের একটি মুখপত্র।।
ব্যাখ্যা ৩ : এটি ছিল, একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র।
উত্তর: ব্যাখ্যা ৩ ।
(২.৫.২) বিবৃতি : উনিশ শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নব্য বঙ্গ দলের আবির্ভাব ।
ব্যাখ্যা ১ : উনিশ শতকের বাংলায় ইংরেজি শিক্ষিত ছাত্ররা নব্য বঙ্গ নামে পরিচিত ছিল ।
ব্যাখ্যা ২ : এটি ছিল, ডিরোজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতা তরুণ ছাত্রদের একটি দল ।
ব্যাখ্যা ৩ : হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিও-র ছাত্রগণ যৌথভাবে নব্য বঙ্গ নামে পরিচিত ছিল ।
উত্তর: ব্যাখ্যা ২ ।
(২.৫.৩) বিবৃতি : উনিশ শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের ওপর নির্ভরশীল ছিলেন ।
ব্যাখ্যা ১ : এই সময় পুস্তক ব্যবসাকে সম্মানীয় পেশারূপে গণ্য করা হতো না ।
ব্যাখ্যা ২ : এই সময়ে বইয়ের দোকানের সংখ্যা ছিল খুবই সীমিত ।
ব্যাখ্যা ৩ : এই সময়ে ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ ।
উত্তর: ব্যাখ্যা ৩ ।
(২.৫.৪) বিবৃতি : ১৯৪৯ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতে ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় ।
ব্যাখ্যা ১ : জুনাগড় রাজ্যটির শাসক ভারতীয় ইউনিয়নে স্বেচ্ছায় যোগদান করেন ।
ব্যাখ্যা ২ : ভারতীয় সেনাবাহিনী জোনাগার রাজ্যটি আক্রমণ ও দখল করে ।
ব্যাখ্যা ৩ : জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন ।
উত্তর: ব্যাখ্যা ৩
বিভাগ – গ
৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন ১১ টি) :-
৩.১ ‘অলিন্দ যুদ্ধ’ বলতে কী বোঝায় ?
উত্তর:
৩.২ কি উদ্দেশ্যে ‘নারী কর্ম মন্দির’ প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর:
৩.৩ শেখ আব্দুল্লাহ কে ছিলেন ?
উত্তর:
৩.৪ ‘দার কমিশন’ (১৯৪৮) কেন গঠিত হয়েছিল ?
উত্তর:
৩.৫ বাংলা ছাপাখানার বিকাশে সুরেশচন্দ্র মজুমদারের অবদান কি ছিল ?
উত্তর:
৩.৬ রবীন্দ্রনাথ ঠাকুর কি উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তর:
৩.৭ বাংলায় কৃষক আন্দোলনে বীরেন্দ্রনাথ শাসমল কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন ?
উত্তর:
৩.৮ ‘মিরাট ষড়যন্ত্র মামলা’টি কি ?
উত্তর:
৩.৯ বারাসাত বিদ্রোহ ব্যর্থ হল কেন ?
উত্তর:
৩.১০ সাঁওতাল বিদ্রোহের (১৮৫৫-১৮৫৬) গুরুত্ব কি ?
উত্তর:
৩.১১ ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল ?
উত্তর:
৩.১২ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণী99য় কেন ?
উত্তর:
৩.১৩ মানুষের খাদ্যাভ্যাসের উপর ভৌগলিক পরিবেশের প্রভাব কতটা ?
উত্তর:
৩.১৪ আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদানরূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থ ‘৭০বৎসর’-এর গুরুত্ব কি ?
উত্তর:
৩.১৫ হরিনাথ মজুমদার স্মরণীয় কেন ?
উত্তর:
৩.১৬ লর্ড হার্ড রিং যে শিক্ষানীতির (১৮৪৪ ) গুরুত্ব কি ?
উত্তর:
বিভাগ – ঘ
৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও । প্রতিটি উপরিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে ।
উপবিভাগ : ঘ.১
৪.১ দেশীয় রাজ্যগুলি ভারত ভক্তির বিষয়ে সর্দার প্যাটেলের ভূমিকা বিশ্লেষণ কর ।
উত্তর: উত্তর দেখতে Click করুন এখানে ।
৪.২ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন এর প্রয়োজনীয়তার কারণ কি ?
উত্তর: উত্তর দেখতে Click করুন এখানে ।
উপবিভাগ : ঘ.২
৪.৩ বাংলায় ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান বিশ্লেষণ কর ।
উত্তর: উত্তর দেখতে Click করুন এখানে ।
৪.৪ বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স’ -এর অবদান বিশ্লেষণ কর ।
উত্তর: উত্তর দেখতে Click করুন এখানে ।
উপবিভাগ : ঘ.৩
৪.৫ মুন্ডা বিদ্রোহের (১৮৯৯ -১৯০০) গুরুত্ব বিশ্লেষণ কর ।
উত্তর: উত্তর দেখতে Click করুন এখানে ।
৪.৬ নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কিরূপ ছিল ?
উত্তর: উত্তর দেখতে Click করুন এখানে ।
উপবিভাগ : ঘ.৪
৪.৭ সভ্যতার বিকাশের ইতিহাসে ‘যানবাহন-যোগাযোগ ব্যবস্থার ইতিহাস’ -এর গুরুত্ব বিশ্লেষণ কর ।
উত্তর: উত্তর দেখতে Click করুন এখানে ।
৪.৮ সংবাদপত্র রূপে ‘সোমপ্রকাশ’ -এর গুরুত্ব বিশ্লেষণ কর ।
উত্তর: উত্তর দেখতে Click করুন এখানে ।
বিভাগ – ঙ
৫। পনেরো বা ষোলটি বাক্য টি বাক্যে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও।
৫.১ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদ্রদের ভূমিকা বিশ্লেষণ কর । বিংশ শতকের ভারতে নারী আন্দোলনে দীপালি সংঘের কিরূপ ভূমিকা ছিল ?
উত্তর: উত্তর দেখতে Click করুন এখানে ।
৫.২ বাংলা ছাপাখানার বিকাশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ করো প্রচেষ্টার সংক্ষিপ্ত বিবরণ দাও ।
উত্তর: উত্তর দেখতে Click করুন এখানে ।
৫.৩ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের (১৮৬৩-১৮০০) সংক্ষিপ্ত বিবরণ দাও । এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল ?
উত্তর: উত্তর দেখতে Click করুন এখানে ।
মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসের প্রস্তুতি নেয়ার জন্য Click করুন এখানে।
তথ্যসূত্রঃ
এই ব্লগের কাজ করতে Exambangla এর সাহায্য নেয়া হয়েছে ।