দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা ইতিহাস পরীক্ষায় success পেতে মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় (সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা) থেকে এই গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্নগুলি তোমাদের অবশ্যই পড়তে হবে।
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্নের মান : 1
কোন শতকে বাংলায় ‘নবজাগরণের শতক’ বলা হয় ?
উত্তর: উনিশ শতককে বাংলায় ‘নবজাগরণের শতক’ বলা হয়।
বাংলার নবজাগরণ ছিল_____ কেন্দ্রিক ?
উত্তর: বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহরকেন্দ্রিক।
উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যপ্তি সীমিত ছিল কেন ?
উত্তর: উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যপ্তি খুবই সীমিত ছিল কারণ-এই নবজাগরণ কেবলমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল
বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর: বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-বিশিষ্ট ব্রাহ্মণ নেতা ও সিটি কলেজের অধ্যক্ষ উমেশচন্দ্র দত্ত।
বামাবোধিনী পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয় ?
উত্তর: বামাবোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়-১৮৬৩ খ্রিস্টাব্দে।
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি ?
উত্তর: বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র টি হল-দিগদর্শন।
বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি ?
উত্তর: বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র টি হল-সম্বাদ প্রভাকর।
হিন্দু পেট্রিয়ট পত্রিকা কবে প্রকাশিত হয় ?
উত্তর: হিন্দু পেট্রিয়ট পত্রিকা ১৮৫৩ খ্রিস্টাব্দের ৬ই জানুয়ারি থেকে প্রকাশিত হয়।
দৈনিক হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর: দৈনিক হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
হুতোম প্যাঁচার নকশা কে রচনা করেন ?
উত্তর: হুতোম প্যাঁচার নকশা রচনা করেন কালী প্রসন্ন সিংহ। এটি ছিল বাংলা ভাষায় লেখা প্রথম ব্যঙ্গ সাহিত্য।
হুতোম প্যাঁচা কার ছদ্মনাম ছিল ?
উত্তর: হুতোম প্যাঁচা ছদ্মনাম ছিল-কালীপ্রসন্ন সিংহের।
কোন প্রেক্ষাপটে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি রচনা করেন ?
উত্তর: নীল বিদ্রোহের পটভূমিকায় ১৮৬০ খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি রচনা করেন।
নীলদর্পণ নাটকটি কবে প্রকাশিত হয় ?
ঢাকায় ১৮৬০ খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি প্রথম প্রকাশিত হয় এবং এখানেই প্রথম অভিনীত হয়
নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে প্রকাশ করেন ?
নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করেন রেভা: জেমস লং। ইংরেজিতে অনুবাদটি করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত।
নীলদর্পণ নাটকটি প্রথম কোথায় ছাপা হয়েছিল ?
উত্তর: নীলদর্পণ নাটকটি প্রথম ছাপা হয়েছিল ঢাকায়।
লঙ সাহেবের জরিমানা ও কারাদণ্ড হয়েছিল কেন ?
উত্তর: রেভা:জেমস লঙ নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং তার জরিমানা ও কারাদণ্ড হয়েছিল।
গ্রামীন সংবাদপত্রের জনক ছিল কোন পত্রিকা ?
উত্তর: গ্রামবার্তা প্রকাশনী পত্রিকা।
গ্রামবার্তা পত্রিকা প্রথম কার সম্পাদনায় কবে প্রকাশিত হয় ?
উত্তর: গ্রামবার্তা পত্রিকা হরিনাথ মজুমদারের সম্পাদনায় ১৮৬৩ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে, মাসিক পত্রিকা হিসেবে প্রকাশ হয়।
গ্রামবার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয় ?
উত্তর: গ্রামবার্তা পত্রিকাটি কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে প্রকাশিত হত।
কাঙাল হরিনাথ ও ফিকিরচাঁদ বাউল নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: গ্রামবার্তা পত্রিকার প্রথম সম্পাদক হরিনাথ মজুমদার কাঙ্গাল হরিনাথ ও ফিকিরচাঁদ বাউল নামে পরিচিত ছিলেন।
কলকাতা মাদ্রাসা কে, কবে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ভারতে প্রাচ্য শিক্ষা বিস্তারের জন্য ওয়ারেন হেস্টিংস ১৭৮১ খ্রিস্টাব্দে কলকাতায় কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
এশিয়াটিক সোসাইটি কে, কবে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: স্যার উইলিয়াম জোন্স ১৭৮৪ খ্রিস্টাব্দে প্রাচ্য শিক্ষা চর্চার উদ্দেশে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
হ্যালহেড হেলহেড তার বাংলা ব্যাকরণ বইটি কেন রচনা করেন ?
উত্তর: ভারতবর্ষে ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখার জন্য।কারণ এ দেশে বাণিজ্য ও প্রশাসন চালানোর জন্য ইংরেজি কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল।
বারানসী সংস্কৃত কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: জোনাথান ডানকান ১৭৯২ খ্রিস্টাব্দে বারানসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন।
কবে, কার উদ্যোগে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় ?
উত্তর: ১৮০০ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলির এর উদ্যোগে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল।
প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কাকে ?
উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়।
সাধারণ জনশিক্ষা কমিটি অর্থাৎ কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন কবে গঠন করা হয় ?
উত্তর: ১৮২৩ খ্রিস্টাব্দে কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন গঠন করা হয়েছিল। এর সভাপতি নিযুক্ত হয়েছিলেন থমাস ব্যাবিংটন মেকলে।
কয়েকজন প্রাচ্যবাদীর নাম লেখ ?
উত্তর: উইলিয়াম জোন্স, উইলসন, কোলব্রোক, প্রিন্সেপ প্রমুখ।
কয়েকজন পাশ্চাত্যবাদীর নাম লেখ ?
উত্তর: টমাস ব্যাবিংটন মেকলে, রাজা রামমোহন রায়, আলেকজান্ডার ড্রাফ প্রমুখ।
রামমোহনের স্মারকলিপি কি ?
উত্তর ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে রামমোহন রায় ১৮২৩ লর্ড আমহাস্ট একটি চিঠি লিখেছিলেন। এই চিঠি রামমোহনের স্মারকলিপি নামে পরিচিত।
জেনারেল এসেম্বলিজ ইনস্টিটিউশন কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮৩০ খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান নাম-স্কটিশ চার্চ কলেজ।
মেকলে মিনিট কবে প্রকাশিত হয়?
উত্তর: ১৮৩৫ খ্রিস্টাব্দে মেকলে মিনিট প্রকাশিত হয়।
ভারতের শিক্ষা ক্ষেত্রে ‘চুঁইয়ে পড়া নীতির’ প্রবর্তন করেন কে ?
উত্তর: মেকলে
কাউন্সিল অফ এডুকেশন কবে গঠিত হয় ?
উত্তর: ১৮৪২ খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়।
ঔঅপনিবেশিক শাসনকালে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা স্বীকৃতি কে দেন ?
উত্তর: ১৮৪৪ খ্রিস্টাব্দে হার্ডিঞ্জ ইংরেজিকে সরকারি ভাষা স্বীকৃতি দেন।
বোর্ড অফ কন্ট্রোল কবে গঠিত হয় ?
উত্তর: ১৮৫৪ খ্রিস্টাব্দে চার্লস উডের সভাপতিতে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়।
ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয় কাকে ?
উত্তর: উডের ডেসপ্যাচ কে।
ভারতের প্রথম কবে কোথায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: উডের ডেসপ্যাচ অনুসারে ১৮৫৭ খ্রিস্টাব্দে কলকাতা, মুম্বাই ও মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত।
কলকাতা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: লর্ড ক্যানিং।
কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮৩৫ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। লর্ড বেন্টিঙ এর আমলে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?
উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার উইলিয়াম কোলভিল ।
প্রথম সরকারি শিক্ষা কমিশন কবে গঠিত হয় ?
উত্তর: ১৮৮২ খ্রিস্টাব্দে প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়। এই সময় ভাইসরয় ছিলেন লর্ড রিপন।
সরকারি শিক্ষা দপ্তর বা ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন কবে খোলা হয় ?
উত্তর: ১৮৫৫ খ্রিস্টাব্দে সরকারি শিক্ষা দপ্তর বা ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন কবে খোলা হয়।
অ্যাংলো হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ১৮১৫ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় অ্যাংলো স্কুল কলেজ প্রতিষ্ঠা করে।
রামমোহন রায় লর্ড আমহাস্টরকে চিঠি লিখেছিলেন কেন ?
উত্তর: ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে চিঠি লিখেছিলেন।
‘স্ত্রী শিক্ষা বিষয়ক’ পুস্তকটি কে রচনা করেছিলেন ?
উত্তর: রাজা রামমোহন রায় নারী শিক্ষা বিস্তারের জন্য ১৮২২ খ্রিস্টাব্দে ‘স্ত্রী শিক্ষা বিষয়ক’ পুস্তক রচনা করেছিলেন।
‘স্ত্রী শিক্ষা বিধায়ক’ পুস্তকটি কে রচনা করেন ?
উত্তর: গৌরমোহন বিদ্যালঙ্কার ১৮২২ খ্রিস্টাব্দে পুস্তকটি রচনা করেন।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন ?
উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন-স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক কে ছিলেন ?
উত্তর: আশুতোষ মুখোপাধ্যায়।
ভারতের প্রথম জাতীয় কলেজ কোনটি ?
উত্তর: হিন্দু মেট্রোপলিটন কলেজ।
ভারতীয় উপমহাদেশে প্রথম মহিলা বিদ্যালয় কোনটি
উত্তর: ১৮৪৯ খ্রিস্টাব্দে ড্রিঙ্কওয়াটার বেথুন প্রতিষ্ঠিত ‘নেটিভ ফিমেল স্কুল’ । যেটি বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত।
কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
উত্তর: ডাঃ এম. জে ব্রামলে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় তথা বাঙালি উপাচার্য কে ছিলেন ?
উত্তর: স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বি. এ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয় ?
উত্তর: ১৮৫৮ সালে।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্নাতক কে ?
উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বসু প্রথম স্নাতক হন।
কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম মহিলা স্নাতক কে ?
উত্তর: ১৮৮৩ খ্রিস্টাব্দে প্রথম মহিলা স্নাতক হন কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে হন ?
উত্তর: দেলওয়ার হোসেন আহমেদ।
এশিয়ার প্রথম ডি. লিট কে ছিলেন ?
উত্তর: বেনীমাধব বড়ুয়া।
কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম আচার্য বা চ্যান্সেলার কে ছিলেন ?
উত্তর: লর্ড ক্যানিং।
আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ১৮১৫ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়।
ব্রাহ্ম সভা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ১৮২৮ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। ১৮৩০ খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠানের নাম ব্রাহ্মসমাজ রাখা হয়।
রামমোহনের মৃত্যুর পর ব্রাহ্মসমাজের নেতৃত্ব ভার কে বহন করেন ?
উত্তর: রামমোহনের মৃত্যুর পর ১৮৩৩ খ্রিস্টাব্দ থেকে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে নেতৃত্ব ভাগ গ্রহন করেন। তিনি বিভিন্ন সংস্কার সাধন করে ব্রাহ্মসমাজের নতুন প্রাণের সঞ্চার করেন।
নববিধান কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ১৮৮০ খ্রিস্টাব্দে কেশব চন্দ্র সেন ।
তিন আইন কি ?
উত্তর: ১৮৭২ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তিন আইন পাস করে। এই আইনের উদ্দেশ্য ছিল-বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কার গুলি নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ করা।
‘তুয়াফত-উল-মুয়াহিদ্দিন’ পুস্তকটি কে রচনা করেন ?
উত্তর: রাজা রামমোহন রায়।
সতীদাহ প্রথা কবে রদ হয় ?
উত্তর: ১৮২৯ খ্রিস্টাব্দে ৪ঠা ডিসেম্বর রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড বেন্টিঙ ১৭ নম্বর রেগুলেশন প্রণয়নের মাধ্যমে সতীদাহ প্রথা রোধ করেন।
নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন ?
উত্তর: হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। তিনি ‘নবজাগরণের ঝড়ের পাখি’ নামে পরিচিত।
নববঙ্গ আন্দোলনের মুখপাত্র কি ছিল ?
উত্তর: এথেনিয়াম।
উত্তর:
বিধবা বিবাহ আইন কবে পাস হয় ?
উত্তর: বিদ্যাসাগরের প্রচেষ্টায় ১৮৫৬ খ্রিস্টাব্দের ২৬ শে জুলাই লর্ড ক্যানিং ১৫ নম্বর রেগুলেশন দ্বারা বিধবা বিবাহ আইন পাস করে।
প্রথম বিধবা বিবাহ কে করেন ?
উত্তর: সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন ১৮৫৬ খ্রিস্টাব্দে ৭ই ডিসেম্বর প্রথম বিধবা বিবাহ করে। তিনি বর্ধমানের কালীমতি দেবীকে বিবাহ করেছিলেন।
‘সর্বধর্ম সমন্বয়ের আদর্শ’ কে প্রচার করেছিলেন ?
উত্তর: শ্রীরামকৃষ্ণ।
রামকৃষ্ণ মঠ ও মিশন কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: স্বামী বিবেকানন্দ ১৮৯৭ খ্রিস্টাবে ধর্ম প্রচারের জন্য রামকৃষ্ণ মঠ ও সামাজিক কাজের জন্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।
স্বামী বিবেকানন্দের ধর্ম কি প্রকৃতির ছিল ?
উত্তর: তার ধর্ম ছিল ‘মানুষ তৈরীর ধর্ম’ বা ‘Man -making religion’।
রেনেসাঁস শব্দটি কোন ভাষার শব্দ ?
উত্তর: ফরাসি ভাষর।
কোন শতকে বাংলার নবজাগরণের বছর বলা হয় ?
উত্তর: উনিশ শতকে।
বাংলার নবজাগরণ ছিল——–কেন্দ্রিক ?
উত্তর: কলকাতা শহর কেন্দ্রিক।
বাংলার নবজাগরণের ব্যপ্তি সীমিত ছিল কেন ?
উত্তর: কারণ-এই নবজাগরণ বাংলার প্রগতিশীল শিক্ষিত মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
বাউল গানের প্রবর্তক কে ?
উত্তর: লালন ফকির।
হালহেড রচিত ‘এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাংগুয়েজ বইটি ছাপা হয়েছিল কোথা থেকে ?
উত্তর: হুগলি থেকে।
বাংলার প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি ?
উত্তর: সংবাদ প্রভাকর।
হিন্দু মেট্রোপলিটন কলেজ (১৮৫৩ খ্রিস্টাব্দ) কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য কে জমি দান করেছিলেন ?
উত্তর: মতিলাল শীল।
কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৯১২ খ্রিস্টাব্দে।
বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক কে প্রকাশ করেন ?
উত্তর: গঙ্গা কিশোর ভট্টাচার্য।
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তরগুলি দেখতে Click করুন এখানে।
তথ্যসূত্র
এই ব্লগের কাজ করতে bhuolshiksha এর সাহায্য নেওয়া হয়েছে।